বিরাট বড় ডাকাতির ছক বানচাল, আবারও নজির গড়ল বীরভূম পুলিশ

লাল্টু: ফের নজির গড়ল বীরভূম পুলিশ। এবার ডাকাতির ছক বানচাল করে, পড়শী রাজ্য ঝাড়খণ্ডের দুজনকে গ্রেপ্তার করে এমন নজির গড়ল। ঠিক কি ঘটনা ঘটেছে চলুন দেখে নেওয়া যাক।

গোপন সূত্রে খবর পেয়ে কাঁকরতলা থানার পুলিশ অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের দুই দুষ্কৃতী রাহুল বাউড়ি ও আশিক আনসারিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি বোলেরো পিক-আপ ভ্যান, চারটি গ্যাস সিলিন্ডার, গ্যাস কাটার মেশিন, হাতুড়ি, হাসুয়া সহ ডাকাতির কাজে ব্যবহারের সরঞ্জাম ও একটি বাইক উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দুবরাজপুরের ভাঙা কজওয়ে পরিদর্শন কাজল শেখের, ব্যবস্থা গ্রহণ নিয়ে যা জানালেন

ধৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ৯-১০ জনের দুষ্কৃতী গ্যাংয়ের সদস্য এবং খয়রাশোল, হজরতপুর ও দুবরাজপুর এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। অভিযুক্তদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। পলাতক বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।