Unique Village: চোরের উপদ্রব থেকে মুক্ত ভারতবর্ষের এই গ্রাম! কি নাম জানেন?

দিনের পর দিন চুরি-ডাকাতির ঘটনা যেন বেড়েই চলেছে। গ্রাম থেকে শহর বাদ নেই কোনো প্রান্তই। চুরির ঘটনার ফলে সর্বস্বান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে। পুলিশ প্রশাসন সর্বদাই তৎপর চুরি রুখতে ও অভিযুক্তকে জালে ধরতে।

তবে এইসব দুষকর্মের মাঝেই ভারতবর্ষে বুকে অবস্থিত একটি গ্রামের কথা উঠে আসে। যেই গ্রামে আজ পর্যন্ত কোনও চুরির ঘটনা ঘটেনি। ভারতবর্ষের সবচেয়ে সৎ গ্রাম বলেই এটি বিবেচিত হয়। এই গ্রাম পত্তনের পর থেকে আজ অবধি কোনও চুরির অভিযোগ নেই। বিক্রেতা ছাড়াই খোলা থাকে দোকান। এতটাই নিরাপদ। কোনো জিনিস এদিক থেকে ওদিক হয় না।

আরও পড়ুন: Earthquake: সতর্কতা জিএসআইয়ের, কলকাতায় হতে পারে আবারও ভূমিকম্প

ভারতবর্ষে অবস্থিত এই সৎ গ্রামটি কোথায় জানেন? গ্রামের নাম খনোমা গ্রাম। গ্রামটি নাগাল্যান্ডে রয়েছে। তবে নাগাল্যান্ডে তুলনায় সাক্ষরতার হার বেশি এই গ্রামে। ভারতের প্রথম ‘সবুজ গ্রাম’ হিসেবে এটি পরিচিত। এই গ্রামের ইতিহাস আজকের নয়, বহু প্রাচীন এই গ্রাম। আনগামি জনজাতিরা বসবাস করেন।

এই গ্রামের বাসিন্দারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একের পর এক যুদ্ধ করেছে। নিজেদের গ্রাম রক্ষার্থে নিজেরাই অনেক নিয়ম আরোপ করেছে যা এখনো বাস্তবায়িত হয়। খনোমা গ্রামে কোনও বাড়িতে তালা-চাবি দেওয়ার চল নেই। গ্রামবাসিরা স্বাচ্ছন্দে বসবাস করেন