কলকাতায় ফের পার্কিং ফি বৃদ্ধি! নতুন করে দানা বাঁধছে জল্পনা

নিজস্ব প্রতিবেদন : গত ১ এপ্রিল কলকাতা পৌর নিগম (Kolkata Corporation) এলাকায় পার্কিং ফি (Parking Fee) বৃদ্ধি করা হয়েছিল। নতুন পার্কিং ফি অনুযায়ী তা বেড়েছিল কয়েকগুণ। এই ঘটনাকে নিয়ে কলকাতা পৌরনিগম এবং রাজ্য সরকারের মধ্যে মতানৈক প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি সেই নির্দেশিকা প্রত্যাহার করে পৌরনিগম। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই এই পার্কিং ফি বাড়ানো হয়েছিল।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে পার্কিং ফি বৃদ্ধি হতে পারে এমনই জল্পনা শুরু হলো। মূলত কলকাতা পৌরনিগম পার্কিং বিভাগ সূত্রে যে খবর মিলছে তাতে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। কলকাতা পৌর নিগম সূত্রে জানা যাচ্ছে, পার্কিং ফি বৃদ্ধি করার বিষয়ে পৌর নিগম রাজ্য সরকারকে একটি চিঠি দিতে চলেছে। সেই চিঠির পাশাপাশি দেশের একাধিক মেট্রো শহরগুলির পার্কিং ফি’র তালিকাও দেওয়া হতে পারে।

এপ্রিল মাসের ১ তারিখ কলকাতা পৌর নিগমের তরফ থেকে যে পার্কিং ফি ধার্য করা হয়েছিল সেই তালিকা অনুযায়ী পার্কিং ফি কয়েক গুণ বৃদ্ধি পায়। এই ঘটনায় বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাকে নিয়ে কুনাল ঘোষ রীতিমত এক হাত নিয়েছিলেন কলকাতা পৌরনিগমকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের বহিঃপ্রকাশ হতেই তড়িঘড়ি সেই বর্ধিত পার্কিং ফি প্রত্যাহার করে কলকাতা পৌরনিগম।

আরও পড়ুন : গাড়ির কাগজ থেকে পার্কিংয়ে সমস্যা! ৫৯৯ টাকার এই কিট কিনলেই কেল্লাফতে

তবে এরই মধ্যে নতুন করে যে পার্কিং ফি বৃদ্ধির জল্পনা তৈরি হচ্ছে সেই প্রসঙ্গে জানা যাচ্ছে, গত ১২ বছরে কলকাতা পৌর নিগম এলাকায় পার্কিং ফি একবারও বৃদ্ধি করা হয়নি। এর পাশাপাশি পার্কিংয়ের লিজ নেওয়া সংস্থাগুলির কর্মীদের বিরুদ্ধেও অনেক সময় বেআইনিভাবে টাকা আদায়ের অভিযোগ সামনে আসছে। এমন পরিস্থিতির কথা খোদ স্বীকার করে নিয়েছেন ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে অনুমোদন চেয়ে রাজ্যের কাছে চিঠি পাঠানো হবে।

কলকাতা পৌর নিগমের পার্কিং বিভাগ মনে করছে, অবিলম্বে পার্কিং ফি বৃদ্ধি করা প্রয়োজন আছে। কারণ এর ফলে একদিকে যেমন কোষাগার ভর্তি হবে ঠিক সেই রকমই অসাধু পার্কিং কর্মীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যদিও আগেরবার যেভাবে পার্কিং ফি বৃদ্ধি করা হয়েছিল সেটি বাড়াবাড়ি বলেই মনে করছে তারা। তবে এবার সংশোধন করে প্রয়োজন অনুযায়ী পার্কিং ফি বৃদ্ধি করা দরকার বলেই তাদের দাবি।