Kolkata Metro: কলকাতা মেট্রোর বড় ব্যবস্থা, যাত্রীরা মাটির নিচ দিয়ে যাওয়ার সময়ও পাবেন এই সুবিধা

Prosun Kanti Das

Published on:

Kolkata Metro passengers will get this facility while going underground: প্রতিনিয়ত যাত্রী সুবিধার্থে ব্রতি রয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা। একের পর এক চলছে উন্নতিকল্পের কাজ। মেট্রো পরিষেবা গ্রহণের সময় ১ টি বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় প্রায় সকলকেই। মাটির তলা দিয়ে ট্রেন চলাচলের সময় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া দুষ্কর বিষয়। ফলে বাইরের জগতের সাথে যোগাযোগ রাখতে পারেন না যাত্রীরা। মেট্রোরেলের পক্ষ থেকে এই বিষয়টিকে ঘিরে তৈরী হওয়া সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অনেক আলোচনার পর এখন মেট্রোরেলে মোবাইল নেটওয়ার্কিং এর ব্যবস্থা আরো উন্নত করার লক্ষ্যে এগিয়ে চলেছে রেল কর্তৃপক্ষ। শুধু মাটির নিচে নয়, গঙ্গার নিচেও পাওয়া যাবে মোবাইল টাওয়ারের সুবিধা।

কিছুদিন আগেই আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবা চালু করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। ৪.৮ কিলোমিটার পথটি এগিয়ে গেছে সম্পূর্ণ জলের তলা দিয়ে। ইতিমধ্যে এই রুটটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, প্রায় কয়েক হাজার মানুষ প্রতিদিনই এই মেট্রো পরিষেবা ব্যবহার করেন নিত্য প্রয়োজনে। শুরুর দিকে অনেকেই অবশ্য শুধুমাত্র জলের তলায় মেট্রো পরিষেবার আনন্দ উপভোগ করার জন্য ভিড় জমিয়েছিলেন। কিন্তু গঙ্গার নিচেই হোক বা সাধারণ মাটির তলায়। মেট্রো পরিষেবার ক্ষেত্রে একটি বড় সমস্যা হলো নেটওয়ার্ক। মেট্রো চলাকালীন মোবাইল টাওয়ার পাওয়া যায় না একেবারেই। গঙ্গা নিচে মেট্রো পরিষেবা গ্রহণের ক্ষেত্রে অনেকেই অভিযোগ করেছেন, জলের তলায় মোবাইল টাওয়ার তো দূরের কথা, নেট চালানোও সমস্যা জনক। ফলে বাইরের জগতের সাথে রীতিমত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কিছু মুহূর্তের জন্য।

এত অভিযোগ শোনার পর মেট্রো রেল পথে মোবাইল নেটওয়ার্কের পরিষেবা উন্নত করতে উদ্যোগী মেট্রোরেল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে জানানো হয়েছে এখন থেকে গঙ্গার তলায় মেট্রো পরিষেবা গ্রহণের সময়ও মোবাইল নেটওয়ার্কিং এর সুবিধা বজায় থাকবে একেবারে স্বাভাবিক মাত্রায়। শুধুমাত্র গঙ্গার তলায় নয়, সুরঙ্গের মধ্যে প্রবেশ করলেও পাওয়া যাবে নেটওয়ার্কের সুবিধা। সুরঙ্গের মধ্যে মোবাইল টাওয়ার পাওয়া যাবে মানে যে, সেটা সাধারণ বা খুব কষ্ট করে ব্যবহার করতে হবে তেমনটা একেবারেই নয়। রীতিমত ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন 👉 Sealdah Metro: বউবাজারের নিচ দিয়ে শিয়ালদহ মেট্রোর কাজ কতদূর? কবে থেকে মিলবে পরিষেবা?

মেট্রো সুরঙ্গ পথে মোবাইল নেটওয়ার্কের পরিষেবা স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোরেল (Kolkata Metro) কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে এতদিন পর্যন্ত সুরঙ্গ পথে শুধুমাত্র ১ টি সংস্থার টাওয়ার বসানো থাকতো। যারা সেই সংস্থার নেটওয়ার্ক ব্যবহার করতেন তারাই সুরঙ্গ পথে মোবাইল ব্যবহার করার সুযোগ পেতেন। কিন্তু এখন আরও ১ টি জনপ্রিয় সংস্থার টাওয়ার সুরঙ্গ পথে বসানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এর ফলে ভালো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে এমন যাত্রীর সংখ্যা আরো বাড়বে। যাত্রীদের সমস্যা মিটবে, মেট্রো রেলে যাত্রা করা হবে নির্ঝঞ্ঝাট এবং আনন্দদায়ক।

নেটওয়ার্কের সমস্যা একসময় প্রত্যেকটা মেট্রোরেল পথেই ব্যাপক হারে দেখা যেত। কিন্তু কিছুদিন ধরে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ব্লু লাইনে মোবাইল নেটওয়ার্কের সমস্যা কিছুটা হলেও মিটেছে। উন্নত হয়েছে পরিষেবা। রবীন্দ্র সরোবর এলাকায় মাটির নিচে থাকাকালীনও মোবাইল নেটওয়ার্কের সুবিধা পাওয়া যায়। বিশেষ কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গাতেই মোবাইল নেটওয়ার্কের সুবিধা পাওয়া যায় স্বচ্ছন্দে। তাই রেল কর্তৃপক্ষের তরফ থেকে যত তাড়াতাড়ি সম্ভব গঙ্গার তলায় এই সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।