LIC investment in Adani Group: আদানিই LIC-র লক্ষ্মী! একবছরে এত হাজার কোটি লাভ করল রাষ্ট্রায়ত্ব সংস্থা

LIC investment in Adani Group has yielded thousands of crores of profit in one year: ২০২২ সালে হঠাৎ করেই আদানি গ্রুপের অবস্থা খুবই আশঙ্কাজনক হয়ে পড়ে। শেয়ারের দাম ক্রমাগত নিচের দিকে নামতে থাকে আদানি গ্রুপের। এই পতনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এলআইসি সহ বহু বিনিয়োগকারীরা (LIC investment in Adani Group)। এই পরিস্থিতি সামাল দিতে না পারায় কটাক্ষের মুখে পড়তে হয় কেন্দ্রীয় সরকারকেও। কিন্তু অনেক চেষ্টার পর আবারো ঘুরে দাঁড়িয়েছে আদানি গ্রুপ।

পরিস্থিতি পাল্টাতে সময় লেগেছে মাত্র এক বছর। ২০২৩ সালের শুরুর দিকে যে স্টকগুলির দাম নিচের দিকে নাম ছিল এখন তার দাম অনেক বেশি। শেয়ার মার্কেটের বাজারে তাদের অবস্থান আবার ঊর্ধ্বগামী হয়েছে। অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আবারও নিজের জায়গা ফিরে পেয়েছে আগানি গ্রুপ। সম্প্রতি আদানি গ্রুপে বিনিয়োগ করা অর্থ থেকে এলআইসি লাভ করেছে ২২৩৭৮ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে এলআইসি আদানি গ্রুপের বিভিন্ন শেয়ারে যে পরিমাণ অর্থ বিনিয়োগ (LIC investment in Adani Group) করেছে তার থেকেই ২০২৪ সালের এপ্রিল মাসে এই লভ্যাংশ পেয়েছে এলআইসি।

আদানি গ্রুপের মোট সাতটি কোম্পানির শেয়ারে বিনিয়োগ করেছিল এলআইসি (LIC investment in Adani Group)। ২০২৩-২৪ অর্থবর্ষের ৩১ শে মার্চ অব্দি আদানি গ্রুপের বিভিন্ন প্রকল্পে এলআইসির বিনিয়োগের মোট পরিমাণ ছিল ৩৮৪৭১ কোটি টাকা। ৩১ শে মার্চ ২০২৪ এর পর তা বেড়ে দাঁড়িয়েছে ৬১২১০ কোটি টাকা। গত অর্থবর্ষে আদানি গ্রুপ থেকে এলআইসির লাভ হয়েছে ৫৯ শতাংশ।

আরও পড়ুন 👉 Israel-Iran Conflict: বন্ধুত্ব অতীত হয় এক মুহূর্তে! কীভাবে শত্রু দেশে পরিণত হল ইজরায়েল-ইরান

হিডেনবার্গের অভিযোগের পর আদানি গ্রুপের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই সময় এলআইসি তার বিনিয়োগের পরিমাণ বেশ কিছুটা কমিয়ে নেয়। ৭ টি কোম্পানির মধ্যে ২ টি কোম্পানি আদানি এন্টারপ্রাইজ ও আদানি স্পোর্টসে এলআইসির বিনিয়োগের পরিমাণ অনেকটাই কমিয়ে ফেলা হয়। কিন্তু তারপরও আদানি গ্রুপ থেকে প্রচুর টাকা লভ্যাংশ হিসেবে পেয়েছে এলআইসি। যে কোম্পানিগুলি থেকে এই লোভ্যাংশ লাভ করেছে এলআইসি তা হল, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রীন এনার্জি, অম্বুজা সিমেন্ট, আদানি স্পোর্টস এন্ড এসইজেড, আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, এসসিসি ইত্যাদি।

সময় পাল্টাতে সময় লাগে না এই প্রবাদ বাক্যটিকে সত্যি করে দেখিয়েছে আদানি গ্রুপ। বছরের শুরুর দিকে ক্ষতির সম্ভাবনা দেখা দিলেও এলআইসি কিন্তু তার বিনিয়োগকারীদের প্রাপ্য টাকা সঠিক সময়ে ফিরিয়ে দিয়েছে। এলআইসির শেয়ার ০.৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ৬ মাসে এলআইসির শেয়ার বেড়েছে ৫২ শতাংশ। এক বছরের শেয়ার বেড়েছে ৭৮.৫০ শতাংশ। এলআইসির ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর দাঁড়িয়েছে ৫৪৩ টাকা এবং সর্বোচ্চ দর দাঁড়িয়েছে ১১৭২ টাকা।