রেকর্ড দামে বিক্রি ঈশান কিষাণ, IPL নিলামে কারা কারা পেলেন ১০ কোটি

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর আইপিএল নিলামে রেকর্ড দামে বিক্রি হলেন ভারতীয় ওপেনার ঈশান কিষাণ। গত মরশুমে মুম্বইয়ের জার্সিতে দারুণ পারফর্মেন্স দেখানোর পুরস্কার পেলেন এই বছর। আইপিএলের ইতিহাসে ভারতীয় খেলোয়াড় হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর তার দাম ওঠে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। তাকে ধরে রাখল মুম্বই। যদিও ভারতীয় খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন যুবরাজ সিং।

দিল্লি ক্যাপিটালস-এর প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লক্ষ টাকায় এবারের মেগা নিলামে কিনে নিল কেকেআর। প্রথম থেকেই তার ওপর নজর ছিল কেকেআরের।

আইপিএলের মেগা নিলামে শনিবার নিজেদের দলের রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ধরে রাখল হর্সল প্যাটেলকে। ১০ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে তাকে ধরে রাখলো রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ওয়ানিন্দু হাসারাঙ্গা, শ্রীলঙ্কার এই অলরাউন্ডারকে মোটা অঙ্কের টাকা দিয়ে ধরে রাখল আরসিবি। তাকে তারা ধরে রাখলো ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে।

নিকোলাস পুরানকে এবার দেখা যাবে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। পাঞ্জাব কিংসের থেকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিকোলাস পুরানকে কিনে নিল ১০ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে।

১৪ কোটি টাকাতে বিক্রি হলেন দীপক চাহার। তিনি এবারও চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএলে মাঠে নামবেন।

১০ কোটি টাকার বিনিময়ে রাজস্থান রয়েলসের জার্সিতে এবার মাঠে দেখা যাবে প্রশিদ্ধ কৃষ্ণকে।

১০ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে শার্দুল ঠাকুরকে নিজেদের দলে নিল দিল্লি ক্যাপিটালস।