বাংলায় লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার দিনক্ষণ ঘোষণা করলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : সব রকম জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে পুনরায় লোকাল ট্রেন চলাচলের দিনক্ষণ ঠিক করে ফেলল রেল বোর্ড এবং রাজ্য সরকার। আগামী সপ্তাহেই রাজ্যে পুনরায় লোকাল ট্রেনের চাকা গড়াতে পারে। ১১ই নভেম্বর অর্থাৎ বুধবার থেকে পুনরায় লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে বাংলায়। বৃহস্পতিবার টুইট করে এমনটাই ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

কতগুলি লোকাল ট্রেন চালানো হবে?

রেল বোর্ড এবং রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার রাজ্যের লোকাল ট্রেন চলাচল নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকের পর আরও কিছু সিদ্ধান্ত নিয়ে আগামী সপ্তাহের সোমবার একটি বৈঠক রয়েছে। এদিনের বৈঠক থেকে জানা গিয়েছে হাওড়া, খড়গপুর এবং শিয়ালদা ডিভিশন মিলিয়ে প্রতিদিন মোট ৩৬২টি লোকাল ট্রেন চলবে। এর মধ্যে হাওড়া ডিভিশনে প্রতিদিন ১০১টি, শিয়ালদা ডিভিশনে প্রতিদিন ২২৮টি এবং খড়্গপুর ডিভিশনে প্রতিদিন ৩৩টি লোকাল ট্রেন চালানো হবে। পরবর্তীকালে সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে।

স্টপেজ নিয়ে সিদ্ধান্ত

এই দিনের বৈঠকে রাজ্য সরকার এবং রেল বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় গ্যালোপিং ট্রেন চালানো হবে। ট্রেন সব স্টেশনে দাঁড়াবে না। লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে নতুন কোন সময় সূচি নয়, পুরাতন সময়সূচির উপর নির্ভর করেই চালানো হবে।

অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব জানিয়েছেন ৫০% যাত্রী নিয়ে লোকাল ট্রেন চলাচল করা হবে। অর্থাৎ যেখানে একটি লোকাল ট্রেনে ১২০০ জন যাত্রীর বসার জায়গা রয়েছে সেখানে ৬০০ জন যাত্রী নিয়ে ট্রেন চলাচল করবে। তবে এই ৬০০ জন যাত্রী নিয়ে ট্রেন চলাচল কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞ মহলের। তাদের দাবি ৬০০ জন বাদে বাকি লোকেদের আটকাবে কে?