পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ, টানা ৪ দিন বৃষ্টি এই সকল জেলায়

নিজস্ব প্রতিবেদন : কখনো বৃষ্টি কখনো রোদ, এই ভাবেই কেটে যাচ্ছে দিন। যদিও এই বছর রাজ্যে বৃষ্টির ঘাটতি অনেক বেশি। অন্যদিকে যখন সামনে পুজো সেই সময় নতুন করে একটি নিম্নচাপের পূর্বাভাস দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে সেই নিম্নচাপটির প্রভাবে আগামী শনিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। মূলত দক্ষিণবঙ্গের ৫ জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি বেশি হতে পারে রবিবার।

পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই নিম্নচাপের অবস্থান উত্তর-অন্ধ্র প্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে। এর প্রভাবেই দলীয় বাষ্পপূর্ণ হওয়া প্রবেশ করবে পশ্চিমবঙ্গে। যার জেরে আগামী ১০ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

১০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার উপকূলবর্তী জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পর দিন রবিবার এবং সোমবার বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে।

১৩ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়ায়। বঙ্গোপসাগরে যেহেতু নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে। ঝড়ের গতিবেগ ঘন্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে মৎস্যজীবী এবং পর্যটকদের উপর সমুদ্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।