আরও সস্তায় ওলা আনছে নতুন মডেলের ই-স্কুটার

নিজস্ব প্রতিবেদন : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির বাজারে বেড়েছে ইলেকট্রিক যানবাহনের চাহিদা। ইলেকট্রিক এই যানবাহনের চাহিদায় এগিয়ে রয়েছে স্কুটার। ইলেকট্রিক স্কুটারের চাহিদার দিকে তাকিয়ে এই ই-স্কুটার প্রস্তুতকারক সংস্থা ওলা বাজারে নিজেদের ভিত শক্ত করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। পাশাপাশি তারা ইলেকট্রিক গাড়ি বাজারে আনার পরিকল্পনাও গ্রহণ করেছে।

ইতিমধ্যেই এই সংস্থা বাজারে দুটি ভেরিয়েন্টের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। দুর্দান্ত লুকের এবং দারুণ পারফর্মেন্সের জন্য ইতিমধ্যেই এই দুটি স্কুটার মন জয় করেছে চালকদের। দিন দিন বেড়ে চলেছে এই ইলেকট্রিক স্কুটারের চাহিদা। তবে এই ইলেকট্রিক স্কুটারগুলির দাম বেশি হওয়ায় অনেকের সখ থাকলেও তাতে হাত লাগাতে পারছেন না। এই সমস্ত মানুষদের কথা মাথায় রেখেই এবার আরও সস্তায় নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার আনছে ওলা।

জানা যাচ্ছে, এই ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক সংস্থা আগামী দিনে যে ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করতে চলেছে তার দাম বর্তমানের এস১ ভ্যারিয়েন্টের থেকেও কম হতে চলেছে। সম্ভবত এই ইলেকট্রিক স্কুটারের নাম হতে চলেছে ওলা এস সিরিজ। ভ্যারিয়েন্টের দিক দিয়ে এস১ মডেলের কাছাকাছি হলেও এর দাম কিন্তু অনেক কম হবে বলে আশা করা হচ্ছে। তবে তাতে বেশ কিছু ফিচার বাদ যেতে পারে।

নতুন মডেলের এই ইলেকট্রিক স্কুটারটির দাম কমানোর জন্য এস১ ভ্যারিয়েন্টে থাকা ৩kWh ব্যাটারি সরিয়ে আরও একটি লো-রেঞ্জের ব্যাটারি দেওয়া হতে পারে। তবে যে ব্যাটারি দেওয়া হবে তাতে একবার চার্জ করলে ১০০ কিলোমিটার পর্যন্ত যাওয়া যাবে। পাশাপাশি সর্বোচ্চ গতিবেগ রাখা হতে পারে ঘন্টায় ৭৫ থেকে ৮০ কিলোমিটারের আশপাশে।

সবচেয়ে সস্তায় ওলার যে ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে এস১ মডেলের তুলনায় ফিচার বাদ যেতে পারে টাচস্ক্রিন ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, স্পিকার, keyless ignition ইত্যাদি। অন্যদিকে নতুন এই ইলেকট্রিক স্কুটারে সাধারণ স্টিলের চাকা থাকতে পারে। এই ইলেকট্রিক স্কুটারের সম্ভাব্য দাম হতে পারে ৭০ থেকে ৮০ হাজারের মধ্যে।