বদলে যেতে পারে মমতার মন্ত্রিসভা! নতুন মুখ একাধিক মুখ নিয়ে জোর জল্পনা

নিজস্ব প্রতিবেদন : মমতার মন্ত্রিসভায় (Mamata Cabinet) খুব তাড়াতাড়ি একাধিক রদবদল হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় এমন রদবদল এনে চমক দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। এমনকি সূত্র মারফত জানা যাচ্ছে, এই রদ বদল হতে পারে চলতি সপ্তাহেই। মমতার মন্ত্রিসভায় এমন রদবদল এলে একাধিক নতুন মুখের ঠাঁই হতে পারে বলেও আশা করা হচ্ছে।

লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, ঠিক সেই সময় প্রতিটি রাজনৈতিক দলই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি একজোট হয়ে ইন্ডিয়া জোট তৈরি করে ময়দানে নামার প্রস্তুতি চালাচ্ছে। এইসব প্রস্তুতির মধ্যেই এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় রদবদল এনে চমক দিতে চাইছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় যে ছোটখাটো রদবদল আনতে চাইছেন তা তার দিল্লি সফরের আগেই আনতে চাইছেন বলে সূত্র জানা যাচ্ছে। কেননা ১৭ ডিসেম্বর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে তার। আবার তিনি যখন দিল্লি থেকে কলকাতায় ফিরবেন তখন শুরু হয়ে যাবে বড়দিন সহ বর্ষবরণ ইত্যাদির মত অনুষ্ঠানের আমেজ। এমন পরিস্থিতিতে হাতে সময় খুব কম থাকার কারণে চলতি সময়েই এই রদবদল হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

মমতার মন্ত্রিসভায় যে সকল পরিবর্তন আসতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো, পরিবর্তন আসতে পারে পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে। কেন নাই ইতিমধ্যেই মমতার মন্ত্রিসভার বেশ কয়েকজন দুর্নীতি কাণ্ডে জেলবন্দি, আবার বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন যারা প্রয়াত। সুতরাং মন্ত্রিসভায় রদবদল আসাটা জরুরী বলেও মনে করছেন রাজনৈতিক মহলের বড় অংশ।

আরও পড়ুন 👉 Digha Jagannath Mandir: মোদিকে টেক্কা! রাম মন্দিরের পরই এই দিন হবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, ঘোষণা মমতার

নতুন মুখ হিসাবে বীরবাহা হাঁসদা বড় দায়িত্ব পেতে পারেন বলে আশা করা হচ্ছে। রেশন দুর্নীতি কাণ্ডে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হওয়ার পর বন দপ্তরের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন বীরবাহা হাঁসদা। এক্ষেত্রে তাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক শিল্প পুনর্গঠন দপ্তরের দায়িত্ব সামলাতেন। এবার সেই দায়িত্ব যেতে পারে শিল্পমন্ত্রী শশী পাঁজার ঝুলিতে বলেও আশা করা হচ্ছে। এছাড়াও পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পদে থাকা ইন্দ্রনীল সেনকে ওই দফতরের পূর্ণমন্ত্রী করা হতে পারে।

মমতার মন্ত্রিসভায় যে রদবদল আসার জল্পনা তৈরি হয়েছে তাতে নতুন বেশ কয়েকজন হাই পেতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে। কেননা পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। কিন্তু উল্লেখযোগ্য হবে মন্ত্রী সুব্রত সাহা এবং সাধন পান্ডে মারা যাওয়ার পর মন্ত্রিসভায় কাউকে আনা হয়নি। এইসব দিক বিচার করলে মন্ত্রিসভায় নতুন কয়েকজনের ঠাঁই হতে পারে এমন অপ্রত্যাশিত নয়। যদিও নতুন কাদের আনা হতে পারে তা নিয়ে এখন চলছে চরম জল্পনা।