Unknown Facts: রাত বলতে কেবল ৪০ মিনিট, বিশ্বে একমাত্র এই শহরটিতে রয়েছে এমন নজির

Many unknown facts of the world that will surprise you: গোটা পৃথিবী জুড়ে এমন বহু ঘটনা (Unknown Facts) ঘটে থাকে যা মানুষকে অবাক করে দেয়। আমরা সবাই জানি যে, সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্ত যায় ৷ কিন্তু বিশ্বের সব জায়গায় একই ঘটনা ঘটে কি? বিশ্বের সর্বত্র একই ঘটনা ঘটে না। বিভিন্ন জায়গায় কিন্তু তারতম্য লক্ষ্য করা যায়। এই সব জায়গাগুলিতে দিনে ২০-২৪ ঘণ্টা দিনের আলো থাকে ৷ এমন দেশ পৃথিবীতে থাকে যেখানে বিশেষ করে গ্রীষ্মকালে রাত প্রায় হয় না বললেই চলে৷ কেমন হয় সেখানকার আবহাওয়া?

হ্যামারফেস্ট ও ভলবার্ড, নরওয়ে–সুমেরু বৃত্ত বা আর্কটিক সার্কেলে এই অঞ্চলেও সারাদিন সূর্যোলোক লক্ষ্য করা যায়। অর্থাৎ রাত প্রায় হয়না বললেই চলে। নরওয়ের উত্তরে রয়েছে হ্যামারফেস্ট শহর৷ ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে নিজের জায়গা করে নিয়েছে এই স্থান। পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত নরওয়ে। এখানে দিনরাতের এমন বৈষম্যের পিছনে ভূগোলের একাধিক কঠিন কারণ(Unknown Facts) লুকিয়ে আছে।

কিন্তু এই তারতম্য নরওয়ের অপার্থিব সৌন্দর্যকে ম্লান করতে পারে না। নরওয়ে বিশ্বের ধনীতম দেশগুলির মধ্যে অন্যতম এবং এখানকার মানুষ শরীর স্বাস্থ্য খুবই সচেতন। মানুষের রোগ অন্যান্য জায়গার তুলনায় কম হয়। এসব ছাড়াও পৃথিবীর বুকে নরওয়ে তার প্রাকৃতিক বৈচিত্র্যের জন্যেই আকর্ষণীয়। বহু পর্যটক এখানকার শোভা উপভোগ করতে আসে। এই বিষয় (Unknown Facts) সম্পর্কে বহু মানুষ জানেন না।

আরও পড়ুন 👉 Bank Holiday: শিবরাত্রিতে ব্যাঙ্ক খোলা না বন্ধ! লোকের কথা না শুনে জেনে নিন RBI কী বলছে

উত্তর মেরুতে অবস্থিত নরওয়েতে মে-জুলাই মাস নাগাদ এক মিনিটের জন্যেও রাত হয় না। সব সময় থাকে দিনের আলো। ঘড়ির কাঁটা তার নিয়মেই ঘোরে, কিন্তু অন্ধকার হয়না এখানে। কারণ সূর্য এখানে ডোবে না। প্রায় একটানা ৭৬ দিনের জন্য নরওয়ের আকাশে জ্বলজ্বল করে সূর্য। ভূগোল সম্পর্কিত এইসব বিষয় অনেকেই হয়তো জানেন।

নরওয়ের হ্যামারফেস্ট টাউনে ২১ জুন এবং তার পরের কিছুদিন ৪০ মিনিটের জন্যে রাত হয়। পৃথিবী নিজের অক্ষরেখার উপর সাড়ে ৬৬ ডিগ্রি কোণ করে ঘোরে। সেইজন্যই এমনটা দেখা যায় নরওয়ের আকাশে। ওই অবস্থায় ঘুরতে ঘুরতে সূর্যের আলো উত্তরমেরুতে যেভাবে পড়ে তাতেই নরওয়েতে ওই অবস্থার সৃষ্টি হয়। অজানা তথ্য জানতে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।