Metro Cash n Carry: দিন দিন বাড়ছে আম্বানির সম্পত্তি! এবার আরও এক সংস্থা আম্বানির হাতে

Reliance bought Metro cash and carry in RS 2850 crores: চলতি মাসের গত বৃহস্পতিবার মেট্রো এজি ঘোষণা করলো যে, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি (Metro Cash n Carry) রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড-এর কাছে তার ভারতীয় ব্যবসা বিক্রি করেছে। এটি আসলে একটি জার্মান কোম্পানি। একটি বিবৃতিতে এরা বলেছে যে, এই চুক্তি মধ্য দিয়ে সমস্ত সম্পত্তির বিক্রি অন্তর্ভুক্ত রয়েছে৷ এই চুক্তির মধ্যেই রয়েছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়ার ৩১ টি পাইকারি দোকান। এছাড়া রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড-এর পক্ষ থেকে বলা হয়েছে যে, মেট্রো ইন্ডিয়া কিন্তু ভবিষ্যতে ভারতে রিলায়েন্স রিটেলের খুচরা ব্যবসার নেটওয়ার্কের পরিপূরক হবে।

এই প্রসঙ্গে মেট্রো এজি বলেছে যে চুক্তি অনুসারে, মেট্রো ইন্ডিয়া সবকটি স্টোর একটি সম্মত ট্রানজিশন সময়ের মধ্যে মেট্রো (Metro Cash n Carry) ব্র্যান্ডের অধীনে কাজ চালিয়ে যাবে। এছাড়া আরও যোগ করে যে, যারা মেট্রোর কর্মচারী এবং মেট্রো গ্রাহক তাদের জন্য, আপাতত কোন লক্ষণীয় পরিবর্তন হবে না। ২০২২ সালের ডিসেম্বর-এ, মেট্রো এবং আরআরভিএল ভারতে মেট্রো-এর পাইকারি ব্যবসাকে রিলায়েন্স রিটেলের কাছে ২৮৫০ কোটি টাকায় বিক্রি করে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

Metro cash n carry

মেট্রো এজি (Metro Cash n Carry) এর ভারতীয় ব্যবসা কিন্তু খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করেছে ভারতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেল। ইতিমধ্যেই যার প্রভাবশালী উপস্থিতি শক্তিশালী করবে ভারতীয় ব্যবসাকে। জানেন কি ভারতের রিটেল ও হোলসেল বাজার বিশ্বের দ্রুততম বেড়ে ওঠা বাজারগুলির মধ্যে বিবেচিত হয়ে থাকে৷ এই পদক্ষেপ রিলায়েন্স গ্রুপের সামগ্রিক ব্যবসার পক্ষে সত্যি লাভজনক প্রমানিত হতে চলেছে। রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড এখন দেশের অন্যতম বড় রিটেল বিক্রেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন : আম্বানির কাছে হেরে গো হারা জুকারবার্গ, কি টাকাটাই না কামালেন রিলায়েন্স কর্তা

জানেন কি বলেছে মেট্রো এজি -এর সিইও? সিইও স্টিফেন গ্রুবেল বলেছেন, বর্তমানে সফলভাবে যাতে বিক্রি হয়, সেই জন্য মেট্রো ইন্ডিয়া তার যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে৷ এই ব্যাপারে একেবারে নিশ্চিত যে নতুন মালিক হিসাবে রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড তার বিশিষ্ট দক্ষতার সঙ্গে ভবিষ্যতে এই ব্যবসাকে সফলভাবে নেতৃত্ব দেবে৷

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের খুচরা ব্যবসার কোম্পানি হলো রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেড। চলতি অর্থ বছরে, রিলায়েন্স রিটেলের ব্যবসা থেকে প্রায় আয় ছিল ২.৩০ লাখ কোটি টাকা। এই সফল কোম্পানীটি সারা পৃথিবীতে তার বিতরণ নেটওয়ার্ক প্রসারিত করার পাশাপাশি কনজিউমার ব্র্যান্ড ব্যবসার দিকেও লক্ষ্য করছে। অন্যদিকে, মেট্রো আসলে একটি নেতৃস্থানীয় আন্তর্জাতিক খাদ্য পাইকারী বিক্রেতা। এমনকি ৩০ টিরও বেশি দেশে এর উপস্থিতি রয়েছে।