আরে না! ধোনির মুখে স্পষ্ট বাংলা বুলি, ভিডিও না দেখলে মিস

নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেট সহ সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেও মহেন্দ্র সিং ধোনি এখনো ভারতীয়দের অন্তরে অন্তরে গাঁথা রয়েছেন। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও বেশি বাঙ্গালীদের সঙ্গে। কারণ তার কর্মজীবন শুরু হয় এই বাংলাতে। বিয়েও হয় বাংলাতেই। শ্বশুর বাড়ির লোকজন সবাই বাঙালি আর বাংলায় বসবাস।

মহেন্দ্র সিং ধোনি প্রথম খড়গপুর রেলস্টেশনে টিকিট পরীক্ষকের কাজ করার সময় নিত্যদিন যাত্রীদের সঙ্গে ওঠাবসা করতেন। তবে বাংলা ও বাঙ্গালীদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকলেও মহেন্দ্র সিং ধোনিকে বাংলায় সেই ভাবে কোথাও কথা বলতে দেখা যায় না। তার বাংলায় কথা বলা চাক্ষুস করা একপ্রকার অবিশ্বাস্য।

এই অবিশ্বাস্য জিনিসটি এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর দৌলতে দেখার সুযোগ মিললো ধোনি অনুরাগীদের। ভাইরাল হওয়া ওই ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডের হলেও সেখানে তাকে স্পষ্ট বাংলায় কথা বলতে দেখা গিয়েছে। যদিও মাত্র ৬টি বাংলা শব্দ শোনা যায় তার মুখ থেকে। এরপর অবশ্য তিনি জানান, এর থেকে বেশি বলতে গেলে ভুলভাল বলে ফেলতে পারেন।

জয়পুরে একটি বিজ্ঞাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। যে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রীর ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। এই অনুষ্ঠান মঞ্চে দুই বাঙালিকে পাশে দাঁড় করিয়ে মহেন্দ্র সিং মঞ্চে বলে ওঠেন, ‘আমি বাংলা খুব ভালো বুঝতে পারি।’ এরপরেই অবশ্য তিনি বলেন, ‘বাট ইচ্ছে জাদা বললে লাগুঙ্গা তো ভুলভাল বাঙালি বোল নে লাগুঙ্গা।’

তবে বাংলা ভাষায় মহেন্দ্র সিং ধোনির মুখ থেকে এই ৬টি শব্দ শোনার পরই দর্শকাসন কেঁপে ওঠে। সবাই হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। অন্যদিকে মঞ্চে উপস্থিত থাকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও অম্বরিশ ভট্টাচার্য ধোনির মুখে বাংলা শুনে নিজেদের হাসি ঢাকা রাখতে পারেননি। ধোনির মুখে এই বাংলা এখন সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড়ের গতিতে ভাইরাল।