বিধায়ক পদ টিকিয়ে রাখতে যা যা দাবী মুকুল রায়ের

নিজস্ব প্রতিবেদন : সদ্যসমাপ্ত হওয়া বিধানসভা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। তিনি এবার বিজেপির টিকিটে জয়লাভ করেছেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে। এর আগে একবার তৃণমূলের টিকিটের প্রতিদ্বন্দ্বিতা করলেও তাকে গোহারা হারতে হয়।

তবে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের পর বিধায়ক হয়েই দল ত্যাগ করতে লক্ষ্য করা যায় তাকে। মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদ ত্যাগ করে ফিরে আসেন নিজের পুরাতন দল তৃণমূলে। এরপরেই রাজ্যের বিরোধী দল বিজেপি তার বিধায়ক পদ খারিজের জন্য উঠেপড়ে লাগে।

সম্প্রতি সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষকে আগামী দু’সপ্তাহের মধ্যে মুকুল রায়ের দলত্যাগের মামলা নিয়ে সিদ্ধান্ত নিতে বলেছে। এই নির্দেশের পর গত বুধবার অধ্যক্ষের ঘরে শুনানি হয়। এই শুনানির সময় মুকুল রায়ের আইনজীবীরা মুকুল রায়ের হয়ে একাধিক বিষয় উত্থাপন করেন। পাশাপাশি এখানে হাজির ছিলেন বিজেপির আইনজীবীরাও।

সূত্র মারফত জানা যাচ্ছে, এই শুনানি চলাকালীন মুকুল রায়ের আইনজীবীরা দাবি করেন, গত ১১ জুন মোটেও তৃণমূল কংগ্রেসে যোগ দেননি কৃষ্ণনগরের উত্তর বিধায়ক। পাশাপাশি এটাও দাবি করা হয়, গত বছর ১১ জুন তৃণমূলের সদর দপ্তরে মুকুল রায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে। তিনি এখনও বিজেপিতে আছেন বলেও জানানো হয়।

এই শুনানির পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “দীর্ঘক্ষণ সময় ধরে শুনানি হয়েছে। মুকুল রায়ের আইনজীবীরা সওয়াল করেছেন। তাঁরা পরে একদিন আইনি বিষয় উত্থাপন করতে চান। শুনানি শেষ হয়ে গিয়েছে। আমি এই প্রক্রিয়া দীর্ঘায়িত করতে চাই না। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যত দ্রুত সম্ভব আমার রায় জানিয়ে দেবো।”