Bolpur: অজয় নদের পাড়ে রহস্যময় ধাতব বস্তু, ব্যাপক চাঞ্চল্য গ্রামবাসীদের মধ্যে

Bolpur: অজয় নদের পার্শ্ববর্তী এলাকায় একটি বিরাট আকারের গোলাকার ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য। গত শুক্রবার বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লাউডোহা গ্রামের নদীর চরে ওই ধাতব বস্তুটিকে দেখা যায়। অচেনা এই ধাতব বলের মতো বস্তুকে ঘিরে মুহূর্তেই কৌতূহলী মানুষের ভিড় জমে যায় নদীর ধারে।

ধাতব ওই বস্তুটি দেখতে অনেকটা রান্নার গ্যাস সিলিন্ডারের মত। বিরাট ওই ধাতব বস্তুটি নদীর মধ্যে ভেসে আসতে দেখেন অনেকে। গোলাকার ওই বস্তুটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা আর তারপরেই তারা খবর দেন বোলপুর থানার (Bolpur) পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ওই গোলাকার বস্তুটিকে ঘিরে রাখা হয়েছে। যাতে করে ওই বস্তুর কারণে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তার জন্যই পুলিশ এমন বন্দোবস্ত করেছে। তবে ওই বস্তুটি আসলে কি তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দা সমীর মণ্ডল জানান যে হঠাৎ দেখলাম নদীর ধারে চকচকে একটা বিশাল গোল বলের মতো কিছু পড়ে আছে। আগে কখনো এমন জিনিস দেখিনি। সবাই ভয়ও পাচ্ছে আবার কৌতূহলও হচ্ছে। বস্তুর গায়ে ধাতব আবরণের ছাপ থাকলেও কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। এলাকাবাসীর অনেকেই মনে করছেন, এটি হয়তো কোনো উপগ্রহ বা মহাকাশযানের অংশবিশেষ। আবার অন্য একাংশের ধারণা, কোনো শিল্প কারখানার ভাঙা যন্ত্রাংশ নদীর স্রোতে ভেসে এসেছে।

আরও পড়ুন: দুবরাজপুরে পুলিশের কড়া অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি

এক আধিকারিক পুলিশ বলেন যে এটি কী বস্তু এবং কোথা থেকে এসেছে, তা এখনই বলা সম্ভব নয়। তদন্ত চলছে। আপাতত এটি বিপজ্জনক নয় বলেই মনে হচ্ছে। তবে জানা যাচ্ছে একই ধরনের আকার ও আকৃতির এই ধরনের বস্তু আগেও একাধিকবার বীরভূমের বিভিন্ন নদীর বালির তল থেকে উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমারু বিমান থেকে ফেলা বোমা হতে পারে এটি।