হাতের বদলে নাক, মাথা দিয়ে সিন্থেসাইজার বাজান এই ব্যক্তি, না দেখলে মিস

নিজস্ব প্রতিবেদন : সিন্থেসাইজার বাজিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠান পরিবেশন করতে দেখা যায় শিল্পীদের। অবশ্যই সেক্ষেত্রে হাতে করেই সিন্থেসাইজার বাজাতে দেখা যায় তাদের। কিন্তু এমন এক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছে যিনি হাতে ছাড়াও জিভ, নাক, মাথা ইত্যাদি দিয়ে অবলীলায় সিন্থেসাইজারে গানের সুর তুলেন। বিষয়টি শুনলে অনেকেই অবাক হবেন এবং বিশ্বাস না করার মতই। তবে সত্যিই ওই ব্যক্তি এইরকম অভাবনীয় প্রতিভার অধিকারী।

হাত ছাড়াও জিভ, নাক, মাথা ইত্যাদি দিয়ে সিন্থেসাইজার বাজানো ওই ব্যক্তি হলেন নবকুমার কোঁড়া। তিনি বোলপুরের পাঁচশোয়া গ্রামের স্থায়ী বাসিন্দা হলেও এখন তার বাস সিউড়ির তিলপাড়ায়। আর্থিকভাবে সচ্ছল না হওয়ার কারণে পরের জমি লিজ নিয়ে তিনি চাষ করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে সিন্থেসাইজার বাজিয়ে রোজগার করেন। তার এই প্রতিভা দেখে অনেকেই সন্তুষ্ট হন এবং তাকে বাড়তি টাকা দিয়ে থাকেন।

নব কুমার কোঁড়া একসময় রেলের অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। কিন্তু করোনাকালে সেই কাজ হারান তিনি। এরপর তিনি সিউড়িতে যেখানে থাকেন সেখানে একটি জমি লিজ নেন এবং সেখানে চাষের কাজ শুরু করেন। চাষবাস ছাড়াও প্রতিমা নিরঞ্জন সহ বিয়ে বাড়ি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠানে সিন্থেসাইজার বাজিয়ে তিনি রোজগার করেন।

নবকুমার কোঁড়া। জানিয়েছেন, তিনি বহু বছর ধরেই এইভাবে সিন্থেসাইজার বাজাতে পারেন। সবাই হাতে করে সিন্থেসাইজার বাজান আর তাদের থেকে একটু আলাদা করার চিন্তা ভাবনা থেকেই তিনি এইরকম কৌশল আয়ত্তে এনেছেন। যেখানে তিনি অনুষ্ঠান করতে যান সেই সফল জায়গাতে এইভাবে সিন্থেসাইজার বাজিয়ে বহু মানুষের মন জয় করেন।

নবকুমার কোঁড়া সিন্থেসাইজার বাজানোর ক্ষেত্রে এমন অনন্য প্রতিভা থাকার পাশাপাশি তার আরও একটি প্রতিভা রয়েছে। সেই প্রতিভাটি হলো বট পাতায় বাঁশি বাজানো। তিনি বট পাতায় বাঁশি বাজিয়েও বিভিন্ন জায়গায় দর্শকদের মন জয় করে থাকেন।