Staff Recruit: চাকরির ঝাঁপি খুলতে বড় পদক্ষেপ নবান্নের, এই সকল দপ্তরে তৈরি বিপুল নতুন পদ

Prosun Kanti Das

Published on:

Nabanna is going to recruit a large number of staff for new positions in all these offices: সম্প্রতি ভারত জুড়ে আয়োজিত হয়েছিল লোকসভা ভোট। প্রায় ২ মাস ধরে আয়োজিত হয়েছিল এই ভোট প্রক্রিয়া। ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ, ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। আবারো জয়লাভ করেছে এনডিয়ে জোট। ভারতের শাসন ভার নিজেদের হাতে তুলে নিয়েছে এনডিয়ে জোট। একটানা তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে ভোট প্রচারের সময় থেকে চাকরির বাজার নিয়ে একাধিক মন্তব্য উঠে এসেছে বিভিন্ন জনসভায়। সকলেই আশ্বাস দিয়েছেন সরকারি ক্ষেত্রগুলিতে কর্মী নিয়োগের। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি কিছুটা হলেও পূরণ করতে চাইছে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই। তারই উদাহরণ হল নবান্নের এই পদক্ষেপ। বেকারদের জন্য চাকরির সুযোগ (Staff Recruit) নিয়ে হাজির হতে চলেছে নবান্ন।

লোকসভা ভোট গ্রহণ প্রক্রিয়া, ফল ঘোষণা হওয়া, এমনকি মন্ত্রী এবং সাংসদ পদে শপথ গ্রহণ প্রক্রিয়াও শেষ হয়েছে। এবার উন্নতিকল্পে নতুন নতুন পদক্ষেপ নেওয়ার পালা আধিকারিকদের। লোকসভা ভোট সুসম্পন্ন হবার পরে রাজ্য সরকারের তরফ থেকে ১ টি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন সহ রাজ্যের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বৈঠকে। তার মধ্যে অন্যতম হলো বেকারত্ব। রাজ্যের বেকারত্ব নিয়ন্ত্রণে এবার পদক্ষেপ নিতে চলেছে নবান্ন। বেশ কয়েকটি শূন্য পদে কর্মী নিয়োগ (Staff Recruit) করা সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

কাজের ক্ষেত্র: নবান্নের বিভিন্ন ক্ষেত্রে নতুন করে কর্মী নিয়োগ (Staff Recruit) করা হবে বলে জানা গেছে। শিক্ষা শিক্ষা দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর, প্রাণী সম্পদ দপ্তর সহ অন্যান্য একাধিক দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করবে নবান্ন। এ সমস্ত দপ্তরে কর্মী নিয়োগ করার উদ্দেশ্যে নতুন করে শূন্যপদ তৈরি করছে নবান্ন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এটি নিঃসন্দেহে ১ টি বড় সুসংবাদ।

আরও পড়ুন 👉 Ayushman Bharat Scheme: আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে সুখবর দিলেন রাষ্ট্রপতি! এবার বাড়ানো হল আরও একটি সুবিধা

শূন্যপদের সংখ্যা: এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সবকটি দপ্তর মিলে প্রায় ৫১৭ টি শূন্য পদে নিয়োগ (Staff Recruit) করা হবে কর্মীদের। এর মধ্যে এখনো পর্যন্ত সব থেকে বেশি শূন্যপদ নির্ধারণ করা হয়েছে প্রাণিসম্পদ দপ্তরের জন্য। এই দপ্তরে ২৭০ টি পদ রয়েছে। স্বরাষ্ট্র দপ্তরে নিয়োগ করার ক্ষেত্রেও শূন্যপদের সংখ্যা দেখানো হয়েছে ১০০ টি। তুলনামূলকভাবে শিক্ষা দপ্তরে শূন্য পদের সংখ্যা খুবই কম। মাত্র ৩৫ টি। বাকি ১১২ জন কর্মীকে নিয়োগ করা হবে সরকারের অন্যান্য দপ্তরে।

রাজ্যের নিজস্ব শিল্প উন্নতি এবং কর্মসংস্থান এই ২ টিকে বরাবর প্রধান লক্ষ্য হিসেবে দেখিয়েছে রাজ্য সরকার। সেই লক্ষ্য পূরণে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কিছুদিন আগেও কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ উভয় ক্ষেত্রে একাধিক কর্মী নিয়োগ করার পরিকল্পনা নিয়েছিল রাজ্য সরকার। দমকল বিভাগ এবং পুলিশ প্রশাসন মিলে ২০০০ এর কাছাকাছি শূন্য পদ বের করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এর মধ্যে ৬০০ টি শূণ্যপদ ছিল দমকল বিভাগের জন্য। সম্প্রতি হওয়া বৈঠকে আরো নতুন ৫৭১টি শুন্যপদ গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।