Shreya Ghoshal Net Worth: রূপে লক্ষ্মী গুণে সরস্বতী শ্রেয়া ঘোষাল একটি গান গাইতে কত নেন! মোট সম্পত্তি কত

Net Worth of Bollywood Singer Shreya Ghoshal: মাত্র ৪ বছর বয়সে কচি কচি হাতে হারমোনিয়াম ধরে প্রথম সঙ্গীত জগতে হাতেখড়ি তার। বাবা বিশ্বজিৎ ঘোষাল পেশায় একজন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার হলেও মেয়েকে গানের ব্যপারে খুব অনুপ্রাণিত করতেন। ১৯৮৪ সালের ১২ই মার্চ মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন আজকের এই বিশ্ববিখ্যাত সংগীত শিল্পী। কে চিনতে পারছেন? তিনি আপনাদের সকলের প্রিয়, শ্রেয়া ঘোষাল, যার কন্ঠে যেন স্বয়ং মা সরস্বতীর বাস। বর্তমানে শ্রেয়া ঘোষালের মোট সম্পত্তির পরিমাণ (Shreya Ghoshal Net Worth) জানার জন্য যথেষ্ট কৌতূহল প্রকাশ করেছে তার সকল ভক্তরা।

মাত্র ১৬ বছর বয়সে শ্রেয়া ঘোষাল তার সঙ্গীত জীবনে এক বিরাট সাফল্য পেয়েছিলেন যখন সঞ্জয় লীলা বনসালি তাকে রিয়েলিটি শোতে দেখেছিলেন এবং সেখান থেকেই তাকে ‘দেবদাস’-এ ঐশ্বরিয়া রাইয়ের কণ্ঠে গান গাওয়ার সুযোগ দেন। শ্রেয়া তার ভয়েস কোয়ালিটি, এক্সপ্রেশন এবং উচ্চারণের জন্য জনপ্রিয়। একজন বাঙালি মেয়ে হওয়া সত্ত্বেও হিন্দি ভাষায় সাবলীলভাবে গান গেয়ে বলিউডে শক্তপোক্ত জায়গা করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। এর ফলে তারা সম্পত্তির পরিমাণ (Shreya Ghoshal Net Worth) যে চোখ ধাঁধানো হবে, তা কিছুটা আন্দাজ করা যেতে পারে।

পরবর্তীকালে, তিনি “ধীরে জালনা’, ‘পহেলি’ এবং ‘ইয়ে ইশক হ্যায়’ এর সাথে ‘জব উই মেট’-এর মতো চলচ্চিত্রে তার সুরেলা অবদানের জন্য আরও প্রশংসা অর্জন করেছিলেন। ২০১০ সালে, শ্রেয়ার প্রতিভা আরও একবার উজ্জ্বল হয়ে ওঠে যখন তিনি একটি নয় বরং দুটি গানের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন – মারাঠি ছবি ‘জোগভা’ এর “জীব দংলা” এবং বাংলা ছবি ‘অন্তহীন’ এর “ফেরারী মন”।

আরও পড়ুন 👉 উথলে পড়ছে লক্ষ্মীর ভাণ্ডার! অরিজিৎ-এর রোজগার শুনলে লজ্জা পাবেন টলি-বলি হিরো-হিরোইনরা!

শ্রেয়ার পেশাগত জীবনের মতো, তার প্রেম জীবনও বেশ টুইস্ট আসে। ২০১৫ সালে, শ্রেয়া ঘোষাল তার ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। তারা যখন একই স্কুলে পড়াশোনা করতেন তখনই একে অপরকে পছন্দ করতে শুরু করেন আর। সেই পছন্দই অবশেষে ভালোবাসা এবং বিয়েতে পরিণত হয়। তাদের একটি ফুটফুটে পুত্র সন্তান হয়, যার নাম দেবযান।

যাইহোক, এবার আসা যাক শ্রেয়া ঘোষালের সম্পত্তির পরিমাণ নিয়ে। বলিউডের প্রথম ১০ জন ধনী ও সফল গায়িকার মধ্যে একজন হলেন শ্রেয়া ঘোষাল। সুনিধি চৌহান, নেহা কাক্কার যদিও তার সমসাময়িক এবং তারাও যথেষ্ট পরিমাণ সম্পত্তির অধিকারিনী। তবে শ্রেয়া ঘোষালের মোট সম্পদের পরিমাণ শুনলে অবাক হবেন আপনিও। মিডিয়ার মাধ্যমে যতটুকু জানা গিয়েছে, তাতে শ্রেয়া ঘোষালের বর্তমান সম্পত্তির পরিমাণ (Shreya Ghoshal Net Worth) প্রায় ১৮৫ কোটি। তার অ্যালবামগুলি, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ বিক্রি হয়েছে, ভারতের সবচেয়ে বিখ্যাত গায়ক-গায়িকাদের তালিকায় একজন হিসাবে তাকে সর্বদাই সম্মান দেওয়া হয়।