মুর্শিদাবাদে খেয়েছিলেন লুচি আলুর দম, নেতাজির সেই কাহিনী অনেকের কাছেই অজানা

নিজস্ব প্রতিবেদন : দেশের মহান নেতা, দেশনায়ক হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)। তবে দুঃখের বিষয় হলো যখন আমরা তার ১২৬ তম জন্মদিন পালন করছি সেই সময় জানি না তিনি এখন কোথায়! শুধু তার বিভিন্ন স্মৃতি আঁকড়ে ধরে আমরা তাকে স্মরণ করছি। সেই রকমই এক স্মৃতি জুড়ে রয়েছে মুর্শিদাবাদের (Murshidabad) সঙ্গে।

মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের অন্তর্গত পাঁচথুপি ঘোষ মৌলিক পরিবারের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছিল গভীর যোগাযোগ। তিনি এই পরিবারের সুনীল মোহনের সঙ্গে সম্পর্কিত ছিলেন। সুনীল মোহন সেই সময় কলকাতার বাসিন্দা ছিলেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। একইসঙ্গে স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে নেতাজি সুভাষচন্দ্র বসু পা রেখেছিলেন পাঁচথুপি গ্রামে।

১৯৩৫ থেকে ১৯৩৭ সাল, সেই সময়ই পাঁচথুপি গ্রামে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখানে পা রেখে নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোষ মল্লিক পরিবারের সদস্যদের হাতে খেয়েছিলেন লুচি আলুর দম, পায়েস। মুর্শিদাবাদের পাঁচথুপি গ্রামের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কিত এই কাহিনী যারা জানেন তারা আজও নিজেদের গর্বিত বোধ করেন।

শুধু পাঁচথুপি গ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন এবং লুচি, আলুর দম পায়েস খেয়েছিলেন এমন নয়। এর পাশাপাশি তিনি নিয়মিত চিঠি লিখতেন সুনীল মোহন বাবুকে। যদিও নেতাজি সুভাষচন্দ্র বসু যে ঘরে থেকেছিলেন সেই ঘরের অস্তিত্ব এখন আর নেই। তবে যে দরজা দিয়ে প্রবেশ করেছিলেন সেই দরজা এখনো রয়েছে।

মুর্শিদাবাদের ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, নেতাজী সুভাষ চন্দ্র বসু পাঁচথুপি কালীবাজারে একটি সভা করে এলাকার যুবকদের স্বাধীনতা সংগ্রামে উৎসাহিত করেছিলেন। পরে রাত্রী যাপন করেছিলেন ঘোষ মৌলিক পরিবারে। বর্তমানে সুনীল মোহন ঘোষ মৌলিক পুত্র ও বৌমা বর্তমানে পরিবারে রয়েছেন।