Digha Jagannath Temple: এবারও রথযাত্রায় উদ্বোধন হবে না দীঘার জগন্নাথ মন্দিরের! জানা গেল নতুন সূচি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দিঘায় একটি জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple) তৈরি করা হবে এমনটাই ঘোষণা করেছিলেন। দীঘার সেই জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের মতোই তৈরি করা হবে বলে তিনি দাবি করেছিলেন। সেইমতো কাজও শুরু হয়।

দীঘা রেলস্টেশন থেকে সামান্য দূরে ২০২২ সালের অক্ষয় তৃতীয়ার দিন মন্দির তৈরির কাজ শুরু করা হয়। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী দীঘায় জগন্নাথ মন্দির তৈরির জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করাও হয়। আর তারপর থেকেই সমানতালে কাজ চলছে। তবে মন্দির উদ্বোধনের জন্য এর আগে একাধিকবার নানান সূচি বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছিল, কিন্তু মন্দির তৈরীর কাজ সময়ে শেষ না হওয়ার কারণে উদ্বোধন সম্ভব হয়নি।

চলতি বছরও বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছিল রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। সূত্র মারফত যারা যাচ্ছিল, রথযাত্রার দিনই ধুমধাম করে দীঘায় এবারের রথযাত্রা অনুষ্ঠিত হবে। কিন্তু সামনেই অর্থাৎ ৭ জুলাই রবিবার রথযাত্রা পড়লেও এখনো পর্যন্ত মন্দিরের কাজ পুরোপুরিভাবে শেষ হয়নি। মন্দিরের কাজ পুরোপুরিভাবে শেষ না হওয়ার কারণে উদ্বোধন সম্ভব নয়।

আরও পড়ুন 👉 Puri Jagannath Temple: ভিড়, লাইনের এসবের চিন্তা দূর! এবার সহজেই জগন্নাথ দর্শনের জন্য বিশেষ ব্যবস্থা পুরিতে

এমনকি মন্দির তৈরীর কাজের গতি দেখে খোদ ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পর নবান্নের শীর্ষ মহলের মধ্যে তৎপরতা শুরু হয়। তড়িঘড়ি হিডকোর সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের বৈঠক হয়। জানা যাচ্ছে শ্রমিকের সংখ্যা কমে যাওয়ার কারণেই কাজের গতি কমে গিয়েছে। আর এবার কাজের গতি বাড়ানোর জন্য শ্রমিকের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে এবার রথযাত্রার আগে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন সম্ভব না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর আগে সমস্ত কাজ শেষ করে মন্দিরের উদ্বোধন করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে দুর্গাপুজোর আগেও মন্দিরের উদ্বোধন সম্ভব নয়। মন্দিরের উদ্বোধন হতে পারে দুর্গাপুজো ও কালীপুজো শেষ করেই বলে জানা যাচ্ছে সূত্র মারফত। আর এই সূত্রের দাবি যদি সত্যি হয় তাহলে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পূর্ব মেদিনীপুরের দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির পেতে আরো কয়েক মাস অপেক্ষা করতে হবে। তবে এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি যে দুর্গাপুজো অথবা কালীপুজোর পরেই মন্দিরের উদ্বোধন সম্ভব হবে কিনা।