পুজোর সময় বৃষ্টি নিয়ে স্বস্তির খবর, কি জানাচ্ছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর দু’দিন তারপরেই বাঙ্গালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। তবে এই দুর্গা পুজোর আগে দিন কয়েক ধরেই আবহওয়া নিয়ে অশনি বার্তা পাওয়া যাচ্ছিল। শোনা যাচ্ছিল পুজোর সময় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিতে ভিজতে পারে। হাওয়া অফিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছিল। তবে এই বিষয়ে নিশ্চিত বার্তা দেওয়ার জন্য বুধবার সময় দেয় আলিপুর হাওয়া অফিস।

সেই মতো বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হলো দুর্গা পুজোর চার দিন কি পরিস্থিতির মধ্যে কাটবে দক্ষিণবঙ্গ। আলিপুর হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিক বৈঠক করে জানান, মহাষষ্ঠী থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।

সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘটনা ঘূর্ণাবর্তের কারণে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল। এই বৃষ্টি মহাষষ্ঠীর দিন থেকেই শুরু হয়ে যেতে পারে। মহাষষ্ঠীর পর মহাসপ্তমীর দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। উপকূলবর্তী জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে।

তবে বুধবার হাওয়া অফিসের তরফ থেকে এমন বার্তা দেওয়া হলেও বৃষ্টির পরিমাণ কতটা হবে তা নির্ভর করছে ঘূর্ণাবর্তের অবস্থানের উপর। এমনও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। সেক্ষেত্রে হাওয়া অফিসের তরফ থেকে আপাতত স্বস্তির খবর মিললেও দেখার বিষয় পুজোর সময় কেমন আবহাওয়া থাকে।

চলতি বছর বর্ষার মরশুমে বৃষ্টি সেভাবে হয়নি। তবে পুজোর মুখে নিম্নচাপের কারণে বৃষ্টি দেখা দিতে শুরু করে। এখন আবার পুজোর সময় বৃষ্টির যে আশঙ্কা দেখা দিয়েছে তাতে এখন থেকেই ভারাক্রান্ত অবস্থা হয়ে পড়ছে বাঙ্গালী মননে।