Asia Cup: পাকিস্তান জলভাত! এশিয়া কাপে কেউ ভাঙতে পারেনি ভারতের এই ৫ রেকর্ড

No one could break these 5 records of India in Asia Cup: বহু টাল বাহানার পর এশিয়া কাপে মাঠে গড়াতে চলেছে বল। আর এশিয়া কাপ মানেই অনিবার্যভাবে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দী, ভারত ও পাকিস্তান। আর এশিয়া কাপের এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। অদ্ভুত উন্মাদনা দেখা দিয়েছে  সীমান্তের দুই পারেরই ক্রিকেট প্রেমীদের মধ্যে। তবে ODI ফরম্যাটের এশিয়া কাপে এখনো নিজের দাপট বজায় রেখেছে টিম ইন্ডিয়া। বহু সময় পেরিয়ে, টিম ইন্ডিয়া দেখেছে বহু অধিনায়কের অধিনায়কত্ব কিন্তু ২০২৩ সালেও নিজেদের সেই ধারাটা বজায় রাখতে মরিয়া তারা। এই বছর এশিয়া কাপে (Asia Cup) মোট ৬টা দল অংশগ্রহণ করবে। এশিয়া কাপের হাড্ডাহাডি লড়াই শুরু হতে চলেছে ৩০শে অগাস্ট থেকে। এখন শুধুই অপেক্ষা কোন দল ভালো পারফরম্যান্স করে সেটা দেখার।

এশিয়া কাপে (Asia Cup) এমন কিছু রেকর্ড রয়েছে যা ভারত ছাড়া অন্য কোন দেশে ঝুলিতে নেই। শ্রীলংকা হোক কিংবা পাকিস্তান যেকোনো দেশের মাটিতেই কামাল দেখিয়েছে ভারত। তাদের মধ্যে অন্যতম হল বিরাট কোহলির ১৮৩ রান। এই রানের উপর ভর করেই মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে ভারত ৩৩০ রান করে। এশিয়া কাপের ইতিহাসে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রান। এই রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি।

এশিয়া কাপে (Asia Cup) ভারতীয় ব্যাটারদের মত কামাল কেউ দেখাতে পারেন, সেই কারণে তাদের ঝুলিতে রয়েছে ১৬টা সেঞ্চুরি। তার মধ্যে তিনটে বিরাট কোহলির। ভারত প্রথমবারের জন্য এশিয়া কাপ জেতে ১৯৮৪ সালে। এরপর ১৯৮৮, ১৯৯০, ২০১০, ২০১৮ সালেও ভারত এশিয়া কাপ জেতে। ৬ বার চ্যাম্পিয়ন হয়ে ভারত সবথেকে বেশি সংখ্যক এশিয়া কাপের মালিক।

ভারত হলো এমন একটি দল যারা এশিয়া কাপের (Asia Cup) একদিনের ফরম্যাটে ১০ উইকেটে জেতে। পাশাপাশি শ্রীলঙ্কা ও পাকিস্তানও এই তালিকায় নিজের নাম করে নিয়েছে। ভারত সবথেকে নজির করা রেকর্ড করেছে, সেটি হলো ১৭০ বল বাকি থাকতে ম্যাচ জেতা। এই রেকর্ড সবথেকে বেশি। এশিয়া কাপে ধোনি খেলেছেন ১৯টা ম্যাচ। যারমধ্যে তিনি ৩৬ বার আউট করেছেন বিপক্ষকে। ধোনির এই রেকর্ড আর কেউ করতে পারেননি।

ভারত ছাড়া আর কোনো দেশ এত রেকর্ড গড়ে তুলতে পারেনি এশিয়া কাপে। স্বাভাবিকভাবে দেশের জনগণের আশা অনেকটাই বৃদ্ধি পায় এর ফলে। ভারতীয় ক্রিকেটাররা নিজেদের দক্ষতায় রেকর্ড করেছে এশিয়া কাপের ইতিহাসে।