Liquor Free State: পুরি বেড়াতে গিয়ে ভুলে যান মদ পানের গল্প! আসছে নয়া পরিকল্পনা

Prosun Kanti Das

Published on:

Odisha is going to be next Liquor Free State of India: মদ বিক্রি করা নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম মতবাদ রয়েছে। কোন রাজ্য অ্যালকোহল বিক্রি করার জন্য অনুমতি দেয়। আবার কোন রাজ্য অ্যালকোহল বিক্রি করার অনুমতি দেয় না। এখনো পর্যন্ত ভারতে ৪ টি রাজ্য রয়েছে যারা মদ বিক্রি করার জন্য কোনরকম অনুমতি দেয় না। এই রাজ্যগুলিতে মদ কিনতে পাওয়া যায় না। নাগাল্যান্ড, মিজোরাম, গুজরাট এবং বিহার এই ৪ টি রাজ্য একেবারেই মদ মুক্ত (Liquor Free State) বলা চলে। এইবার সেই পথেই হাঁটতে চলেছে উড়িষ্যাও। এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা। উড়িষ্যা কি সত্যি সত্যি মদ নিষিদ্ধ করতে চলেছে নিজেদের রাজ্যে? সম্প্রতি ১ বিজেপি কর্মীর বক্তব্যে এই প্রসঙ্গে আরো কিছুটা ধোঁয়াশা কেটেছে রাজ্যবাসীর।

 

মদ সাধারণ মানুষের ক্ষতির কারণ। আবার একই সাথে দেশের অর্থনীতির বড় অংশ আসে মদ বিক্রির টাকা থেকেই। তাই মদ বিক্রি করা উচিত না অনুচিত তাই নিয়ে বিতর্ক লেগেই থাকে বিভিন্ন রাজ্যের মধ্যে। খুব শীঘ্রই উড়িষ্যা সমগ্র রাজ্যজুড়ে মদ বিক্রি করা নিষিদ্ধ করতে চলেছে। এই বিষয়টা নিয়ে জল্পনা থাকলেও, তেমনভাবে স্বচ্ছতা পাওয়া যাচ্ছিল না। কিছুদিন আগেই ১ বিজেপি কর্মী ১ টি জনসভায় জানিয়েছেন, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যটিকে মদ মুক্ত (Liquor Free State) করতে চাইছে। তাই এবার হয়তো সত্যি সত্যি উড়িষ্যাতে মদ বিক্রি হওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ বলে ঘোষণা হতে পারে।

উড়িষ্যার সামাজিক সুরক্ষা মন্ত্রীর মতে মদ বিক্রির কারণে দিন দিন আরো বেশি কলুষিত হচ্ছে যুব সমাজ। ধ্বংস হয়ে যাচ্ছে সামাজিক গঠন। মদ ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে বহু মানুষকে। তাই শুধুমাত্র রাজস্ব কমে যাওয়ার ভয়ে মদ বিক্রিকে উৎসাহিত করা মোটেই শোভা পায়না রাজ্যের। উড়িষ্যার বর্তমান রাজ্য সরকার এই প্রবণতাকে কোনভাবেই উৎসাহিত করতে চাইছে না। তার পরিবর্তে মদ মুক্ত রাজ্য (Liquor Free State) গঠনে উৎসাহী বর্তমান সরকার। একবারে হঠাৎ করে সম্পূর্ণ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়তো সম্ভব হবে না। তবে আফগারি দপ্তরের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে বিভিন্ন পদক্ষেপের মধ্যে দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে বলেই মনে করছে উড়িষ্যা সরকার। ইতিমধ্যে মদ বিক্রি হওয়া বন্ধ করার জন্য একাধিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করেছে উড়িষ্যার সরকার। ধীরে ধীরে সেগুলি প্রয়োগ করা হবে সমাজ ব্যবস্থার উপর।

আরও পড়ুন 👉 BSNL Amarnath Special Sim Card: দাম বাড়িয়েছে Jio, Airtel, Vi! ঠিক সেই সময় ১৯৬ টাকায় নতুন উপহার দিল BSNL

মাদকদ্রব্য উৎপাদন, বিক্রি এবং গ্রহণ ৩ টিই দণ্ডনীয় অপরাধ। এই মর্মে ১৯৫৬ সালে ১ টি আইন গঠন করা হয়েছিল উড়িষ্যা সরকারের তরফ থেকে। তৎকালীন রাষ্ট্রপতি ১৯৫৭ সালে এই আইনটিকে পাসও করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত সেই আইনটিকে সমাজ ব্যবস্থার উপর প্রয়োগ করা হয়নি। একইভাবে রয়ে গেছে আইনটি। ২০১৩ সালে এই আইনটির উপর ভিত্তি করে ১ টি মামলাও করা হয়েছিল। কিন্তু ২০২২ সালে সেই মামলা সম্পূর্ণ খারিজ করে দেয় তৎকালীন সরকার। তাদের মতে ১৯৫৬ সালে গঠিত হওয়া নিষিদ্ধকরণ আইন বাস্তবায়ন হওয়ার ব্যাপারে কোনরকম নির্দেশিকা জারি করাই হয়নি। মদ মুক্ত রাজ্য (Liquor Free State) গড়ে তোলার লক্ষ্যে এইবার যথাযথভাবে সেই নির্দেশিকা জারি করার পথে এগোচ্ছে বর্তমান উড়িষ্যা সরকার।

২০২২ সালে মামলাটি খারিজ করার সময় উড়িষ্যার উচ্চ আদালত জানিয়েছিল, মদ উৎপাদন কিংবা বিক্রি বন্ধ করলেও মানুষকে মদের থেকে দূরে রাখা সম্ভব হবে না। বরঞ্চ সরকারিভাবে এই পদক্ষেপ গ্রহণ করলে বেআইনিভাবে মদ বিক্রি হওয়ার প্রবণতা অনেকটা বেড়ে যাবে। এছাড়াও শুরু হবে একাধিক বেআইনি কাজ কারবার যা আরো বেশি ক্ষতি করতে পারে সমাজের। কিন্তু বর্তমান সরকার বিষয়টাকে একেবারেই এইভাবে ভাবছে না। সরাসরি মদ বিক্রি হওয়া কিভাবে বন্ধ করা যায়? কিভাবে রাজ্যকে মদ মুক্ত (Liquor Free State) করা যায়? সেই বিষয় নিয়েই পরিকল্পনা গঠনে ব্যস্ত তারা। খুব শীঘ্রই হতো উড়িষ্যায় মদ বিক্রি হওয়া নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করবে সেখানকার সরকার। কিন্তু উড়িষ্যার প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত রমরমিয়ে বিক্রি হচ্ছে মদ। মদ বিক্রির উপর জারি করা হয়নি কোনরকম বিধি নিষেধ। কোথাও মদের দোকান খোলা হলে তা নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেও, মদের ব্যবসা বন্ধ হয়ে যায় না। ওড়িশ্যার এই পদক্ষেপ গ্রহণের পর বাংলাও কি কোনো পদক্ষেপ নেবে? সেদিকেই নজর রাজ্যবাসীর।