দূর হল চিন্তা, এবার নিখুঁতভাবে জানা যাবে ট্রেনের খবর, বড় ব্যবস্থা শিয়ালদহে

নিজস্ব প্রতিবেদন : ভারতে যে সকল ব্যস্ততম রেলস্টেশন রয়েছে তাদের মধ্যে শিয়ালদহ রেল স্টেশন (Sealdah Railway Station) অন্যতম। প্রতিদিন যেমন রেল পরিষেবার (Indian Railway) ওপর ভর করে দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন, ঠিক সেই রকমই শিয়ালদাহ রেল স্টেশন থেকেও প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। শিয়ালদহ রেল স্টেশন এতটাই ব্যস্ততম রেল স্টেশন যে পিক টাইমে এখানে পা ফেলার জায়গা পাওয়া যায় না।

রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করার ক্ষেত্রে রেল যাত্রীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল ট্রেনের সঠিক তথ্য পাওয়া। ট্রেনের সঠিক তথ্য যাতে যাত্রীরা নিখুঁতভাবে পান তার জন্য রেলের তরফ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সকল ব্যবস্থার মধ্যেই এবার শিয়ালদহ রেল স্টেশনে এমন এক আধুনিক ব্যবস্থা চালু করা হলো যাতে করে যাত্রীদের আর ট্রেনের নিখুঁত তথ্য পাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক কি ব্যবস্থা করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক।

রেলের তরফ থেকে শিয়ালদহ রেল স্টেশনে চালু করা হয়েছে ইন্টিগ্রেটেড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (IPIS)। এই ব্যবস্থার মাধ্যমেই এবার যাত্রীরা স্টেশনে ট্রেন ঢোকা এবং ট্রেন ছাড়ার তথ্য নিখুঁতভাবে পেয়ে যাবেন। এই ব্যবস্থার মাধ্যমে এবার ডিজিটাল কালো বোর্ডে উজ্জ্বল সাদা আলোয় ট্রেনের নাম, ট্রেনের নম্বর, প্ল্যাটফর্ম নম্বর এবং ট্রেন ছাড়ার সময় সঠিকভাবে দেওয়া হবে। এই বোর্ড এমনভাবে করা হয়েছে যা বহুদূর থেকেই যাত্রীদের নজরে আসবে। প্ল্যাটফর্ম ছাড়াও এই বোর্ড লাগানো হয়েছে যাত্রীদের যাতায়াতের রাস্তাতেও।

আরও পড়ুন 👉 আরও সহজ হচ্ছে উত্তরবঙ্গ সফর! শিয়ালদহ থেকে নতুন ট্রেন দিল রেল, জানুন সময়সূচি

এর পাশাপাশি ট্রেন আসা এবং ছাড়ার ঘোষণা স্বয়ংক্রিয়ভাবে করা হচ্ছে। আগে এমন ঘোষণা করা হতো রেল কর্মীদের তরফ থেকে। ম্যানুয়ালি রেল কর্মীদের তরফ থেকে এমন ঘোষণা করার পরিপ্রেক্ষিতে বহু সময় ভুলভ্রান্তির মতো ঘটনা ঘটেই যেত। এছাড়াও কর্মীদের দক্ষতার উপর নির্ভর করে ঘোষণা নির্ভর করত। অনেক ক্ষেত্রেই এমন ঘোষণা শোনা যেত যা বহু যাত্রীরা বুঝতে পারতেন না। যে কারণে বহু ক্ষেত্রেই যাত্রীদের সমস্যায় পড়তে হতো।

এখন শিয়ালদহ রেল স্টেশনে নতুন এই ব্যবস্থা চালু হওয়ার ফলে এই সকল সব সমস্যার অবসান ঘটেছে এক নিমেষে। নতুন এই ব্যবস্থার ফলে যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছানোর আগেই তাদের ট্রেন কোথায় দাঁড়িয়ে রয়েছে অথবা কোথায় থেকে ছাড়বে আগাম বুঝতে পারছেন যাত্রীরা। এর ফলে প্ল্যাটফর্ম হাতড়ে বেড়ানোর মতো ঘটনার মুখোমুখি হতে হচ্ছে না যাত্রীদের। রেল সূত্রে জানা যাচ্ছে, আগামী দিনে শিয়ালদাহ ডিভিশনের সমস্ত রেল স্টেশনে এই ব্যবস্থা চালু করে দেওয়া হবে।