বদলে গেল SBI ATM থেকে টাকা তোলার পদ্ধতি, মানতে হবে এই নিয়ম

নিজস্ব প্রতিবেদন : আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিনিয়ত বাড়ছে প্রযুক্তির ব্যবহার। আগে যেখানে নগদ ছাড়া অন্য কিছুর কথা ভাবা হতো না সেই জায়গায় এখন এসেছে ডিজিটাল লেনদেন। নগদের প্রয়োজনে বেড়েছে এটিএম ব্যবহার। তবে এই সকল প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে ঠিক তেমনি বাড়ছে প্রতারণার হার। এই ধরনের প্রতারণার ঘটনা থেকে গ্রাহকদের রক্ষা করার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংকগুলির তরফ থেকে।

সেই রকমই এবার দেশের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের এটিএম থেকে গ্রাহকদের টাকা তোলার ক্ষেত্রে নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল। এখন থেকে তাদের যেকোনো এটিএম থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের দিতে হবে ওটিপি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ইতিমধ্যেই এই নতুন নিয়ম সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে SBI-এর যে কোনও ATM থেকে টাকা তুলতে হবে OTP নম্বর দিয়ে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের অতিরিক্ত নিরাপত্তা প্রদানের জন্যই এই উদ্যোগ। ATM-এ দাঁড়িয়ে OTP দিলে তবেই মেশিন থেকে বেরিয়ে আসবে টাকা। মনে করা হচ্ছে, সুরক্ষার খাতিরে ভবিষ্যতে অন্যান্য ব্যাংকগুলিও একই পথে হাঁটতে পারে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ২০২০ সালের জানুয়ারি মাস থেকেই এই নিয়ম চালু করার বিষয়ে জানিয়েছে। সেই মোতাবেক তারা এই নিয়ম কার্যকর করে দিয়েছে। এই নিয়ম কার্যকর হয়ে যাওয়ার ফলে এটিএম কাউন্টারে ১০০০০ বা তার বেশি টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের ওটিপি বাধ্যতামূলক।

এক্ষেত্রে এটিএম মেশিন থেকে টাকা তোলার সময় গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে চার ডিজিটের একটি ওটিপি আসবে। সেই ওটিপি এটিএম মেশিনে নির্দিষ্ট জায়গায় দেওয়ার পর টাকা তোলার জন্য অনুমতি পাবেন গ্রাহক। এইভাবে যতবার টাকা তোলা হবে ততবার ওটিপি দিতে হবে।