স্বপ্নের ক্রিকেট দুনিয়া হাতছানি দিচ্ছে বীরভূমের গাঁয়ের ছেলে ওয়াসিমকে

গৌর চক্রবর্তী : ছোট থেকেই একজন ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হওয়া। ক্রিকেটার হওয়ার স্বপ্নকে বুকে বেঁধে মাধ্যমিকের পর কোচিং, ধীরে ধীরে বিভিন্ন জায়গার খেলার অংশগ্রহণ। আর সেই ছেলেটিই আজ T20 CCL প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে।

বীরভূমের প্রত্যন্ত চিনপাইয়ের নারায়নপুর গ্রামের শেখ ওয়াসিম মাধ্যমিকের পর সিউড়ির ডিএসএ ময়দানে কোচিং নেওয়ার পর সদ্য দিল্লির রোহিনি স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত গেম চেঞ্জার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে। তারপর ২১শে জানুয়ারি দিল্লির পথে রওনা দেয়। সেখানে ২৩ তারিখে খেলার পর গেম চেঞ্জার পুরস্কার জিতে নেয়। একজন উইকেটকিপার এবং ব্যাটসম্যান হিসেবে নিজের ভালো পারফরম্যান্স দেখিয়ে সে এই পুরস্কারের অধিকারী হয়।

এর পরেই তার কাছে ফোন আসে যে সে গোয়া চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য সুযোগ পেয়েছে। গোয়া চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হবে আর মাত্র ২৭ দিন পর। সেখানেই বীরভূমের এই প্রত্যন্ত গ্রামের ওয়াসিম খেলবে দিল্লি অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। আর এই সুযোগ পাওয়ার সাথে সাথেই তাকে হাতছানি দিচ্ছে তার স্বপ্ন পূরণের। কারণ জাতীয় স্তরের এই প্রতিযোগিতায় তার ভালো পারফর্মেন্সই তাকে দরজা খুলে দিতে পারে জাতীয় স্তরের অন্যান্য প্রতিযোগিতায়। আর সেই আশাতেই আগামী দিন কয়েকের মধ্যেই স্বপ্নের উড়ানে পারি দিতে চলেছে সে।

শেখ ওয়াসিম জানিয়েছে, “ছোট থেকেই আমার একজন ভালো ক্রিকেটার হওয়ার ইচ্ছা রয়েছে। আর সেই ইচ্ছা এখন পূরণ করারও সুযোগ এসে গেছে। আর এই সুযোগের জন্য বিশেষ অবদান বাবা-মা এবং মাসির।”

শেখ ওয়াসিমের বাবা শেখ শামীম সাধারণ একজন গৃহকর্তা। তিনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে গাড়ি চালান বলে জানা গিয়েছে। ছেলের হাতের সামনে এমন সুবর্ণ সুযোগ আসার পর তিনি আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি। চোখের জলেই তিনি জানিয়েছেন, “আমি খুব আনন্দিত এবং গর্বিত এমন প্রত্যন্ত এলাকা থেকে আমার ছেলে খেলার সুযোগ পাওয়ায়। আমি চাই আমার মত অন্যান্য ছেলেমেয়েদের বাবা-মায়েরাও যেন এগিয়ে যান। ছেলেমেয়েদের এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক বাবা-মা-ই যেন সুযোগ দেন।”