দরকার নেই রেশন কার্ডের, জুলাই থেকে এই নিয়ম মানলেই মিলবে রেশন

নিজস্ব প্রতিবেদন : রেশন ব্যবস্থা ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। সেই লকডাউন জারি হওয়ার সময় থেকে এই রেশন ব্যবস্থায় বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকার। করোনাকালে যখন বহু মানুষ নিজেদের রোজগার হারিয়েছিলেন তখন এই রেশন পরিষেবায় তাদের অন্নসংস্থানের অন্যতম রসদ হয়ে দাঁড়ায়।

তবে রেশন পরিষেবার ক্ষেত্রে বহু সময় নানান ধরনের অভিযোগ তুলতে দেখা যায় উপভোক্তাদের। অনেকেই ভুয়ো নামে রেশন তুলে থাকেন, আবার অনেক ডিলারদের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ওঠে। এসবের পরিপ্রেক্ষিতেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

এরই মধ্যে শুক্রবার রেশন ডিলার রেশন বিতরণ নিয়ে নতুন একটি সিদ্ধান্ত নিল। এদিন তারা সাংবাদিক বৈঠক করে তাদের নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রেশন দোকানে রেশন সামগ্রী তোলার জন্য আর রেশন কার্ডের দরকার হবে না। জুলাই মাস থেকে রেশন সামগ্রী তোলার জন্য কেবল মাত্র আধার দেখালেই উপভোক্তারা রেশন সামগ্রী পেয়ে যাবেন।

বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন তোলার ক্ষেত্রে আঙ্গুলের ছাপ নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে সেই সকল সমস্যা মেটানোর জন্য প্রথম দুই আঙুলের ছাপ না মিললে পরের দুই আঙুলের ছাপ মিলিয়ে রেশন দেওয়া যেতে পারে বলে জানিয়েছে খাদ্য দপ্তর। এরইমধ্যে নতুন এই সিদ্ধান্তের কথা জানায় পশ্চিমবঙ্গ রেশন ডিলারসের জয়েন্ট ফোরাম।

এই ফোরামের তরফ থেকে জানানো হয়েছে, যাদের রেশন কার্ড রয়েছে তারা যেন রেশন থেকে বঞ্চিত না হন সেই ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য বায়োমেট্রিক পদ্ধতি ছাড়াও আধার কার্ড নম্বর দেখালেও রেশন পাবেন উপভোক্তারা। তাদের কথা অনুযায়ী, মানুষের সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে পরামর্শ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।