AR রহমান মিউজিশিয়ানই নন, কে অরিজিৎ, অভিজিতের এই সাক্ষাৎকার দেখে হেসে গড়াগড়ি দেবেন

অভিজিৎ সর্বদা স্পষ্টবাদী বলেই শোনা যায়। রেখে ঢেকে কথা বলতে নাকি পছন্দ করেন না। আর এবার এক সাক্ষাৎকারে গায়ক থেকে নায়ক সবাইকে কটাক্ষ করে অভিজিৎ বললেন তিনিই বেস্ট গায়ক। গায়ক বলে এখন আর নাকি কিছু নেই।

একটি অনুষ্ঠানে সঞ্চালকের আসনে থাকা টলি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় অভিজিৎকে কিছু প্রশ্ন করেন। যার উত্তরে অভিজিৎ জানান এখন তো নায়ক-নায়িকাও মঞ্চে উঠে গান করেন। কেউ আর সাধনা করে গান গায় না। তাই গায়ক বলে এখন আর কিছু নেই। এরপর তাকে এ আর রহমানকে নিয়ে প্রশ্ন করলে অভিজিৎ বলেন, তাকে মিউজিশিয়ান বলেই মানেন না তিনি। তিনি নাকি গান গাইতেও পারেন না। শুধু টেকনোলজি দিয়ে এক্সপেরিমেন্ট করে উনি মিউজিশিয়ান হয়েছেন। মিউজিক ইন্সট্রুমেন্টের ব্যবহারও উনি জানেন না।

তবে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সম্পর্কে প্রশ্ন করলে অভিজিত বলেন, তিনি এখন যে গানই শোনেন সকলে বলে সেটাই নাকি অরিজিতের গান। কিন্তু অরিজিত কে তিনি চেনেন না। তবে তিনি বলেছেন অরিজিৎ খুব ভালো গান গায়।

কিন্তু শোয়ের সঞ্চালককে অভিজিৎ বলেই দিলেন অভিজিৎ ছাড়া আর কারও নাম নেওয়া যাবে না। কারণ তিনিই সব থেকে বেস্ট। তবে উদিত নারায়ন ও কুমার শানু যে ভালো গাইতেন এটা তিনি স্বীকার করেছেন। আর বলেছেন বর্তমানে বেশিরভাগই গায়কই বাথরুম সিঙ্গার। কেউই গান জানে না।

চারিদিকে এখন শুধুই পাঠান এর চর্চা। তারই মাঝে ভাইরাল হলো অভিজিৎ ভট্টাচার্যের এই ভিডিও। শাহরুখ প্রসঙ্গে তিনি বলেন, শাহরুখ শুধুই বিজনেস ম্যান। যারা ভালো সিনেমা বানান তাদের সাথে কাজ করেন না তিনি।

অভিজিত আরো বলেন, সিনেমাতে সবার নামের শেষে গায়কদের নাম আসে। স্পট বয় থেকে ছবির সমস্ত কলাকুশলীর নাম থাকলেও, দর্শক হল থেকে বেরিয়ে গেলে তারপর গায়কদের নাম দেখানো হয়। এই কারণে শাহরুখের ছবিতে আর গান গাইবেন না বলে দিয়েছিলেন তিনি। তাঁর মতে শাহরুখ এত বড় স্টার হতই না, যদি অভিজিৎ তার সিনেমায় গান না গাইতেন। তার মতে সঈফ আলি খান থেকে অক্ষয় কুমার সকলের কণ্ঠে অভিজিতের গানই তাদের সাফল্য এনে দিয়েছে।