Stolen Phone Recovery: একটি বিশেষ অ্যাপ ফোনে থাকলেই চুরি যাওয়া ফোন মিলবে ফেরত! যেমনটা পেলেন এই ব্যক্তি

Recovering a stolen phone is very easy if you have this special app on your phone: বর্তমানে আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে আমরা যত আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছি, আমাদের জীবনযাত্রার মান ততই উন্নততর হয়ে উঠছে। বিভিন্ন অত্যাআধুনিক প্রযুক্তি যুক্ত মোবাইল অ্যাপ গুলিও এক্ষেত্রে দারুন কার্যকর হয়ে উঠছে। সম্প্রতি তারই এক নজির মিলল একটি মোবাইল ফোন চুরি (Stolen phone Recovery) হওয়ার ঘটনা থেকে। জানা যাচ্ছে এক প্রৌঢ় ব্যাক্তি নাগরকয়েল স্টেশন থেকে কাচেগুড়া এক্সপ্রেসে উঠেছিলেন‌। তার গন্তব্য স্টেশন ছিল ত্রিচি। ট্রেনটিতে অত্যধিক পরিমাণে ভিড় ছিল। এখানেই ঘটে যায় একটি দুর্ঘটনা। তার মোবাইল ফোনটি চুরি হয়ে যায়।

জানা যায় ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার সুযোগ নিয়েই একজন অসাধু ব্যাক্তি প্রৌঢ়ের হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে সেই ট্রেন থেকে নেমে পড়ে। তবে ফোন চুরি করে ট্রেন থেকে নেমে গেলেও রক্ষা পেলো না চোর। প্রৌঢ়ের মোবাইলে থাকা বিশেষ একটি অ্যাপ এর জন্য সেই চোর ধরা পড়ে গেলো পুলিশের হাতে। প্রৌঢ়ের মোবাইলে থাকা ওই অ্যাপের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোনটির (Stolen phone Recovery) অবস্থান জানা সম্ভব হয়েছে বলেই এই অসাধ্য সাধন করা গেছে বলে জানানো হয়েছে।

এই ঘটনাটি আসলে ঘটেছে গত সোমবার, তামিলনাড়ুর নাগেরকয়েল নামক অঞ্চলে। ভিড় ট্রেনে চড়ে ত্রিচি -র উদ্দেশ্যে যাত্রা করা বৃদ্ধের হাত থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়েই চোরটি তিরুনেলভেলি জংশনে নেমে পড়ে। তার ওই ব্যাগের ভিতরে ছিল প্রৌঢ়ের ফোন (Stolen phone Recovery) এবং কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। ব্যাগ ছিনতাই হওয়ার পর দিশাহারা অবস্থা হয় ওই প্রৌঢ় -র। সেই অবস্থায় তিনি তার এক সঙ্গীর ফোন থেকে গোটা বিষয়টি তার পুত্রকে জানান।

আরও পড়ুন 👉 Free smartphone for WB Students: দ্বাদশ নয়, এবার মাধ্যমিক পাশ করলেই স্মার্টফোন দেবে রাজ্য, তবে মানতে হবে এই শর্ত

প্রৌঢ়ের পুত্র রাজ ভগত পি তার বাবার কাছ থেকে ফোন পেয়েই শুরু করেন আসল কাজ। তিনি বলেন “বাবা যখন বুঝতে পেরেছিল তার ব্যাগ চুরি হয়ে গিয়েছে, বন্ধুর মোবাইল থেকে ভোর ৪ টে নাগাদ ফোন করে আমাকে বিষয়টি জানায়। সৌভাগ্যক্রমে আমাদের পরিবারের সদস্যদের সকলের ফোনে গুগলের ‘লোকেশন শেয়ারিং’ ফিচার চালু করা ছিল। আমি বিষয়টি খতিয়ে দেখতেই চোরের অবস্থান চিহ্নিত করতে পারি। তিরুনেলভেলির মেলাপায়ালমে চোরের অবস্থান দেখাচ্ছিল। তার পর সেটি আবার নাগেরকয়েলের দিকেই আসছিল। চোর ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি যে, ফোনের ‘লোকেশন ট্র্যাকার’ চালু করা আছে। আর গুগলের সেই অ্যাপের মাধ্যমে তার উপর নজরদারি চালাচ্ছে”।

রাজ ভগত আরো জানান ‘লোকেশন ট্র্যাকার’ অ্যাপের মাধ্যমে তারা জানতে পারেন “তিরুনেলভেলি থেকে আবার একটি ট্রেনে চেপে চোর নাগেরকয়েল স্টেশনে নামে। আমরা সেখানে অপেক্ষা করছিলাম। কিন্তু ভিড় থাকায় তাকে চিহ্নিত করতে পারছিলাম না। কিন্তু গুগল ট্র্যাকার জানান দিচ্ছিল কাছাকাছিই রয়েছে চোর। সেই ট্র্যাকার ধরেই চোরের পিছু নিয়েছিলাম।” এরপর অবশেষে চোর যখন। ব্যাগটি নিয়ে একটি বাসে উঠতে যাচ্ছিল তখন ওই ব্যাগ দেখে তাকে চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ সেই চোরকে ধরে নিয়ে যায়।