শিক্ষার্থী সপ্তাহ পালন! ঠিক কী কী করা হচ্ছে নতুন ক্লাসের পড়ুয়াদের জন্য

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী শিক্ষাবর্ষের শুরুতেই রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে পালিত হচ্ছে ‘শিক্ষার্থী সপ্তাহ’। আর তা পালনের প্রথম দিনেই অনন্য নজির গড়ল কড়িধ্যা যদু রায় মেমরিয়াল পাবলিক ইনস্টিটিউশন। প্রথাগত বই বিতরণের গণ্ডি পেরিয়ে এদিন ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হলো এক মানবিক ও সামাজিক অঙ্গীকারের মধ্য দিয়ে।

নতুন শ্রেণিতে ওঠা ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্যবই ও খাতা তুলে দেওয়া হয়। তবে শুধু বই আর কাঁধে বোঝা চাপিয়ে দেওয়া নয়, পাশাপাশি মূল আকর্ষণ হিসাবে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে দেওয়া বিশেষ উপহার। প্রতিটি পড়ুয়াকে একটি করে গোলাপ ফুল ও কলম উপহার হিসেবে দেওয়া হয়।

আরও পড়ুনঃ তসরকাটায় পিকনিকে দীর্ঘদিনের সমস্যার সমাধান অধরা! নিরাশ পর্যটকরা

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) মাননীয় শ্রী বুলবুল বাগচী। তাঁর উপস্থিতিতেই ছাত্র-ছাত্রীরা নেশামুক্ত সমাজ গঠন ও বাল্যবিবাহ রোধের শপথ গ্রহণ করে। যে শপথকে স্মরণীয় করে রাখতে পড়ুয়াদের হাতে দেওয়া হয় একটি করে ‘শপথ বৃক্ষ’ (চারাগাছ)।