রেকর্ড ভাঙবে ঠান্ডা, নামবে কত ডিগ্রি? দেখুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া

Weather Update: নতুন বছরে যে ঠান্ডায় হাড় কাঁপবে তার পূর্বাভাস আগেই ছিল। যদিও শুরুতে তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েছিল, তবে সম্প্রতি পারদ পতন ঘটেছে ব্যাপক। বিগত দুই দিনে যে হারে ঠান্ডা বেড়েছে তাতে কাবু উত্তর থেকে দক্ষিণবঙ্গের সকলেই। আর এবার তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। কেমন থাকবে আজকের ওয়েদার? চলুন জেনে নেওয়া যাক।

কলকাতার আবহাওয়া

কুয়াশার দাপটে সকাল থেকেই দৃশ্যমান্যতা কম থাকবে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। তবে শীতের প্রভাব আরও বাড়িয়ে তুলবে দিনের বেলায় বইতে থাকা হাওয়া।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে ঘিরে থাকবে দক্ষিণবঙ্গ। সর্বনিম্ন তাপমাত্রা ঠেকবে ১৩-১৪ ডিগ্রির আশেপাশে। তবে বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি বা তারও নিচে নামতে পারে। পশ্চিম বর্ধমান ও বীরভূমে কুয়াশার দাপটের কারণে দৃশ্যমান্যতা কমবে। ফলে এই দুই জেলায় ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও শীতের প্রকোপ বজায় থাকবে। যারা এই সময় বরফ দেখতে ঘুরতে গিয়েছেন তাদের দিলখুশ করে উত্তরে তুষারপাত দেখা যেতে পারে। দার্জিলিং, সান্দাকফু, চটকপুর, ঘুম ও ধোত্রেতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, জলপাইগুঁড়ি ও কালিমপংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।