Indian Citizenship: ভারতীয় নাগরিকত্ব প্রমাণে লাগবে এই নথিটি! আধার,প্যানে কাজ হবে না

এতদিন পর্যন্ত আপনি ভারতীয় নাগরিক কিনা তা প্রমাণ করতে হলে দেখাতে হত আধার, প্যান বা রেশন কার্ড। তবে এবার থেকে আপনি আধার বা প্যান কার্ড দেখালেও তা বৈধ পরিচয়পত্র হিসাবে গৃহীত হবে না। আপনি যে ভারতের নাগরিক তা ভোটার আইডি কার্ড দেখিয়ে প্রমাণ করতে হবে। এই কার্ড বাদে অন্য কোনও কার্ড আপনার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করবে না।

সম্প্রতি দিল্লি পুলিশ জানিয়েছে, আপনি যে ভারতের নাগরিক তা প্রমাণ করতে হলে একমাত্র ভোটার আইডি কার্ড দেখাতে হবে। সন্দেহভাজন বিদেশি নাগরিকরা কিছু জিজ্ঞাসা করলে, তাদের ভোটার আইডি কার্ডই দেখাতে হবে। এবার থেকে আধার, প্যান বা রেশন কার্ড কোনোটাই বৈধ পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্যতা পাবে না।

আরও পড়ুন: দিলীপ ঘোষকে নিয়ে প্রশ্ন! সব্বাইকে ধুয়ে দিলেন দাপুটে বিজেপি নেতা

আরও জানা গিয়েছে, এই সিদ্ধান্ত কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফে কার্যকর হতে চলেছে। আসলে বেশ কিছুদিন আগে বহু বিদেশি নাগরিক, বিশেষত বাংলাদেশি ও রোহিঙ্গারা ভুয়ো বা জাল আধার,রেশন বা প্যান কার্ড দেখিয়ে তারা যে ভারতের নাগরিক তা প্রমাণের চেষ্টা করেছে। তাই কেন্দ্র এবার অবৈধ নাগরিক আটকাতে এই নতুন নিয়ম আনছে।

দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক এর তরফে জানা গিয়েছে, “গত বছরের অক্টোবর মাস থেকে শুরু হয়েছে নাগরিকত্ব যাচাইকরন অভিযান। সেই অভিযান চলাকালীন খোঁজ মিলেছে একাধিক বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিক আধার, রেশন ও প্যান কার্ড জাল করে তা ব্যবহার করে তারা যে ভারতের নাগরিক তা প্রমাণের মরিয়া হয়ে উঠেছে।

রোহিঙ্গা রিফিউজিদের জন্য ইস্যু করা কার্ডও জাল করে বানিয়ে ফেলেছে তারা। তাই এই প্রতারণা বন্ধ করতে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য ভোটার আইডি কার্ড বা পাসপোর্টই গণ্য করা হবে।” পুলিশ সূত্র মারফত আরও খবর মিলেছে, গোটা রাজ্যেই সন্দেহভাজন ব্যক্তিদের কার্যকলাপের উপর কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।

যদি কোনও ব্যক্তির কাছে বৈধ পরিচয়পত্র না মেলে, তাহলে তাকে ফেরত পাঠাতে হবে।
উল্লেখ্য, দিল্লিতে প্রায় ৩৫০০ পাকিস্তানি নাগরিক বসবাস করছে তাদের মধ্যে মুসলিম নাগরিকের সংখ্যা ৫২০। গত শনিবার ৪০০এর বেশি পাকিস্তানিকে আটারি সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।