টোটো ভাড়ায় লাগাম! এবার নতুন নিয়ম জারি করতে চলেছে সিউড়ি পৌরসভা

সিউড়িতে টোটোর ভাড়া নিয়ন্ত্রণে আনার জন্য এবার তৎপরতা শুরু করতে চলেছে সিউড়ি পৌরসভা। সিউড়ি পৌরসভার তরফে শহরে টোটোর কারণে যানজট মুক্ত করতে জোড় বিজোড় ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ১৪ জুলাই থেকে নতুন এই নিয়ম কার্যকর হয়। আর ১৫ জুলাই অর্থাৎ মঙ্গলবার সঠিক নিয়ম মেনে জোড় বিজোড় টোটো চলছে কিনা তা নিয়ে ধরপাকড় হয়। যে ঘটনায় সিউড়ি বেনীমাধবমোড় এলাকায় ১৮ টি টোটোকে আটক করে প্রশাসন।

সিউড়িতে টোটো চলাচলের ক্ষেত্রে যে সকল নিয়ম জারি করা হয়েছে সেগুলি হল, প্রতিদিন সকাল ৬:০০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত জোড় সংখ্যার টোটো চলবে। দুপুর দুটোর পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত চলবে বিজোড় সংখ্যার টোটো। যারা এখনো পর্যন্ত কিউআর কোড নেননি তাদের অতি অবশ্যই কিউআর কোড নিতে হবে। আর এই সকল নিয়ম না মানলে টোটো আটক করা হবে এবং সেই টোটো ১৫ দিন আটকে রাখা হবে। এছাড়াও জরিমানা হিসাবে লাগবে ১০০ টাকা।

আরও পড়ুন: আচমকা লাভপুরের ফুল্লরা মন্দিরে অনুব্রত! কেন দিলেন মায়ের পুজো

অন্যদিকে টোটো চালকরা বহুক্ষেত্রেই দেখা যায় সুযোগ বুঝে যথেচ্ছ ভাড়া নিচ্ছেন যাত্রীদের থেকে। বিশেষ করে সিউড়ি রেলস্টেশন থেকে কোথাও যাওয়ার ক্ষেত্রে ভাড়া আকাশছোঁয়া থাকে। এই ঘটনাই লাগাম টানতে এবার টোটোর ভাড়া নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিউড়ি পৌরসভা।