Students: স্কুলের বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রের মধ্যে ঝামেলা আর সেই ঝামেলা পরে হোস্টেলে গিয়ে হাতাহাতিতে পরিণত হয়। হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে এক পড়ুয়া নিজের জীবন নিয়ে টানাটানির মধ্যে, বর্ধমান মেডিকেল কলেজে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই ছাত্র।
এমন বেনজির ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার অন্তর্গত কাকুটিয়া গ্রামের একলব্য মডেল স্কুলে। যে স্কুলটি আদিবাসী পড়ুয়াদের (Students) জন্য তৈরি করা হয়েছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া থেকে শুরু করে ইংরেজি মাধ্যমের পড়াশোনা করানো হয়ে থাকে সরকারের তরফে। আর এখানকার ওই হোস্টেলেই এমন ঘটনা ঘটে।
আরও পড়ুন: হাঁটুর উপর কনের বেনারসি, বরের ধুতি! আজব বিয়ের সাক্ষ্মী থাকল বীরভূম, স্মৃতি হয়ে থাকবে জানালেন বর-কনে
জানা যাচ্ছে, ওই স্কুলের দশম শ্রেণীর ছাত্র সচিন মাড্ডিকে বেধড়ক মারধর করে তার সহপাঠী আকাশ হেমরম সহ বেশ কয়েকজন। সহপাঠীদের মারে শচীন এতটাই আহত হয় যে তাকে এখন বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং সেখানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনার পর অভিভাবকরা ওই স্কুলে বিক্ষোভ দেখান এবং স্কুলে র্যাগিংয়ের পরিবেশ চলছে বলেও অভিযোগ করেন। এছাড়াও স্কুলের প্রিন্সিপাল সহ গাফিলতির অভিযোগে যে সকল শিক্ষক ও অভিযুক্ত ছাত্রদের (Students) অপসারণের দাবি তোলেন।
ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে যান বীরভূম জেলার জেলাশাসক বিধান রায় এবং বোলপুরের এসডিও অয়ন নাথ। জেলাশাসক জানান, অভিযুক্ত ছাত্রদের (Students) আপাতত বাড়ি যেতে বলা হয়েছে। প্রিন্সিপলও খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হবে। স্কুলে কোনরকম বিশৃঙ্খলা মানা হবে না।