নবান্ন উৎসবকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে বীরভূমে

হিমাদ্রি মণ্ডল : নবান্ন উৎসবকে কেন্দ্র করে ফের উত্তপ্ত বীরভূম। গতকাল বীরভূমের সিউড়ি ২ নং ব্লকের রস্তানপুর গ্রামে ছিল নবান্ন উৎসব। অনুষ্ঠানকে ঘিরে তৃণমূল বিজেপি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে ভাঙচুর করা হয় এক বিজেপি কর্মীর বাড়ি ও মোটরবাইক। পাল্টা তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। দুই পক্ষের মধ্যে চলে বোমাবাজিও।

গতকাল রাত ৮টা নাগাদ এই সংঘর্ষ বাঁধে। অভিযোগ বিজেপির এক কর্মীর বাড়িতে বাইরে থেকে কিছু আত্মীয় এসেছিলেন। সেই আত্মীয়কে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়, মারধর করা হয় সেই আত্মীয়কেও। পাশাপাশি সদলবলে এসে বাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা, মারধর করা হয় বাড়ির অন্যান্য সদস্যদেরও।

পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালিয়েছে মারধর করা হয়েছে।

এই ঘটনায় দুই পক্ষের ৮ জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ, পুলিশ এলে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

আহত সকলকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণেই গ্রামে আজও রয়েছে পুলিশি টহলদারি। পাশাপাশি বাড়ি ভাঙচুর, বোমাবাজি ও মারধরের ঘটনায় দুই পক্ষের ৮ জনকে আটক করে সিউড়ি থানার পুলিশ।