শ্যামলি দাস: ৫ আগস্ট বাংলাদেশে নতুন অধ্যায়ের শুরু। সদ্য জানুয়ারি মাসে বিপুল আসন নিয়ে ক্ষমতা দখল করা হাসিনা সরকারকে এক নিমেষে ক্ষমতা যুক্ত হতে হল ছাত্র আন্দোলনের জেরে। সোমবার আন্দোলনকারীরা গণভবন থেকে শুরু করে শেখ হাসিনার বাসভবন সব দখল নিয়ে নেয়। আর এরপরই শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ত্যাগ করে ভারতে আসেন। তবে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ এসবের মধ্যে বেশ কিছু ভিডিও ভাইরাল (Bangladesh Viral Video) হয়েছে যেগুলি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে।
সোমবার দুপুর থেকে যে সকল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার মধ্যে সম্প্রতি একটি ভিডিও লক্ষ্য করা গিয়েছে সেই ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। যে ভিডিওটি হল এক যুবকের। যে যুবক ট্রলি ব্যাগে ভরে শেখ হাসিনার শাড়ি মাথায় করে নিয়ে যাচ্ছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন, ‘এটাতে শাড়ি আছে শেখ হাসিনার। বউরে পরায়ে প্রধানমন্ত্রী বানাবো’।
প্রায় দুমাস ধরে সরকারি চাকরিতে সংরক্ষণ নিয়ম বদলানোর পরিপ্রেক্ষিতে দেশজুড়ে আন্দোলন চলছিল। আন্দোলন একাধিকবার মাথাচাড়া দিয়ে যেমন উঠছিল ঠিক সেই রকমই আবার তাকে দমন করার জন্য সরকারের তরফ থেকে সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছিল। এই করতে করতে আন্দোলন এমন জায়গায় পৌঁছায় যে, প্রতিদিনই আন্দোলনকারী থেকে শুরু করে পুলিশ কর্মীদের প্রাণ হারাতে হচ্ছিল।
গত সপ্তাহে শেষমেষ আন্দোলন কিছুটা হলেও ধীর গতি প্রায়। কিন্তু রবিবার ফের আন্দোলন ব্যাপক জোরদার হতে শুরু করে এবং যেখানে হাসিনা সরকারের পতন ও হাসিনার পদত্যাগ দাবি করা হয়। রবিবারের সেই আন্দোলন থামানোর জন্য সরকার যে নীতি গ্রহণ করেছিল তাতেই যেন পরিস্থিতি আরো বিগড়ে যায়। শুধু রবিবার আন্দোলনে ১০০-র বেশি আন্দোলনকারীর মৃত্যুর পাশাপাশি প্রাণ হারানো অজস্র পুলিশ। আর এরপরই সোমবার হাসিনা সরকারের পতন ঘটে।
#Bangladesh: What’s in the bag?
It has sarees of Sheikh Hasina, will make my wife Prime Minister. pic.twitter.com/Q4oYqweiMS
— Pooja Mehta (@pooja_news) August 5, 2024
হাসিনার পদত্যাগের আগেই আন্দোলনকারীরা বাংলাদেশের গণভবন থেকে শুরু করে হাসিনার বাসভবন দখল করে নেন। হাসিনার বাসভবন দখল করার পর আন্দোলনকারীদের তার বেডরুম থেকে শুরু করে কিচেন, ডাইনি সব দখল করে রীতিমত উল্লাস করতে দেখা যায়। আর এসবের মধ্যেই ওই যুবকের ভিডিওটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই যুবকের হাতে একটি বাঁশে লাগানো দেশের জাতীয় পতাকা আর মাথায় ট্রলি ব্যাগ। এমনটা দেখেই কোন একজন তাকে জিজ্ঞাসা করেন, এটাতে কি ভাইয়া? আর তখনই যুবকের থেকে ওই উত্তর শোনা যায়, ‘এটাতে শাড়ি আছে শেখ হাসিনার। বউরে পরায়ে প্রধানমন্ত্রী বানাবো’।