ভাগ্য খারাপ হলে যা হয়! ছক্কা হাঁকিয়েও আউট! ভিডিও না দেখলে মিস

নিজস্ব প্রতিবেদন : জীবনের প্রতি মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাকে অনেকেই নিজের কপাল বা ভাগ্য মনে করেন। আবার অনেকেই রয়েছেন যারা এই সকল ভাগ্য ইত্যাদির ওপর কোনো রকম বিশ্বাস রাখেন না। তবে সম্প্রতি একটি ক্রিকেট ম্যাচে (Cricket Match) যে ঘটনা ঘটলো তা না দেখলে রীতিমত মিস করতে হবে। কেননা এই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যাটসম্যান ছক্কা হাঁকিয়েও কিভাবে আউট হয়ে ফিরলেন প্যাভিলনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যাটসম্যান খুব সুন্দর ভাবে একটি বলকে পাঠিয়ে দেন ছক্কা হাঁকিয়ে বাউন্ডারির বাইরে। কিন্তু তিনি কখনোই ভেবে উঠতে পারেননি যে ওই বলের মত তাকেও প্যাভিলনে ফিরে যেতে হবে। এমনকি এই ঘটনার সময় উইকেট কিপার থেকে শুরু করে অন্যান্য যে সকল খেলোয়াড়রা ছিলেন তারাও প্রথমে বিষয়টি বিশ্বাস করতে পারেননি।

অবিশ্বাস্য এমন ঘটনাটি ঘটেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। এমনকি এই ঘটনাটি যখন ঘটে তখন আম্পায়ারও কোন কিছু বুঝতে পারেননি। যখন আম্পায়ার দেখেন ব্যাটার অনবদ্য একটি ছক্কা হাঁকাচ্ছেন এবং বল উড়ে চলে যাচ্ছে গ্যালারিতে, সেই সময় তিনি ছক্কা হাঁকানোর সিগন্যালও দেন। কিন্তু এরপরেই দেখা যায় উইকেট থেকে বেল পড়েছে আর তারপর আউট হয়ে যান ওই ব্যাটসম্যান। নিয়ম অনুসারে আম্পায়ারকেও আউট দিতে হয়।

এমন ঘটনাটি ঘটেছে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপের মিডলসেক্স বনাম ওয়ারউইকশায়ারের ম্যাচে। যে সময়ই ব্যাট করছিলেন মিডলসেক্স দলের অধিনায়ক টবি রোন্যাল্ড জোন্স। বার্মিংহ্যামে প্রথম ডিভিশনের ম্যাচ চলাকালীন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মিডলসেক্স। তারা প্রথম ইনিংসে ৬০ রানে অলআউট করে দেয় ওয়ারউইকশায়ারকে। পরে ব্যাট করতে নেমে মিডলসেক্সও ৭৭ রানে ৬ উইকেট হারায়। তবে পরে রায়ান হিগিন্স অর্ধশতরান করার ফলে দলের স্কোর ১০০ পার করে।

এরই মধ্যে যখন একের পর এক উইকেট পড়ছে সেই সময় ৯ নম্বরে ব্যাট করতে নামেন দলের ক্যাপ্টেন টবি রোন্যাল্ড জোন্স। তিনি বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন এবং প্রথম ১৪ বলে ২১ রান করেন। এরপর ১৫ নম্বর বলেই ঘটে যায় এমন বিরাট ভুল। মূলত তার অসচেতনতার জন্যই তাকে আউট হতে হয়। যেখানেই দেখা যায় তিনি ছক্কা হাঁকানোর পর যখন পিছিয়ে যাচ্ছিলেন সেই সময় তার ব্যাট উইকেটে লাগে এবং বেল পড়ে যায়।