Voter ID কার্ডের যাবতীয় ভুল সংশোধন হবে মোবাইল থেকেই, রইলো পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : Voter ID কার্ডের গুরুত্ব নতুন করে ভারতীয় নাগরিকদের কাছে বোঝানোর কিছু নেই। কিন্তু এই Voter ID কার্ডেই একাধিক ভুল বড়ই বিরম্বনায় ফেলে আমাদের। যে কারণে এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে ভুল সংশোধন করাটা জরুরী। আর এবার নির্বাচন কমিশনের তরফ থেকে এমন এক পদ্ধতি আনা হয়েছে যাতে মোবাইল থেকেই অনায়াসে সংশোধন করা যাবে Voter ID কার্ডের কার্ডের যাবতীয় ভুল।

Voter ID কার্ডের যাবতীয় ভুল সংশোধন করার জন্য নিজের স্মার্টফোনে ডাউনলোড করে নিতে হবে নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ ‘Voter Helpline’। সেই অ্যাপ ডাউনলোড করার পর একটি অ্যাকাউন্ট করে নিতে হবে।

এরপর পুনরায় ওই অ্যাপে লগইন করে ‘Explore’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর দেখা যাবে ‘Correction of Entries’ অপশন। যেখানে ক্লিক করা হলেই প্রথমেই আপনার নাম জিজ্ঞেস করা হবে। নিজের নাম দিয়ে পরবর্তী পর্যায়ে যেতে হবে।

চাওয়া হবে আপনার Voter ID কার্ডের নম্বর। সেই নম্বর দেওয়ার পর আপনাকে আপনার সমস্ত তথ্য দেখে দেবে। এরপর আপনি যা যা সংশোধন করতে চান অর্থাৎ নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনো তথ্য তা বেছে নিতে হবে।

আপনার Voter ID কার্ডের যে অংশ সংশোধন করতে চান সেটি সঠিকভাবে দেওয়ার পর তার স্বপক্ষে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর আপনার সংশোধনের পরিপ্রেক্ষিতে আপনার মোবাইল নম্বর অথবা ইমেইল আইডিতে জানিয়ে দেওয়া হবে।