কোন দফায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে, তালিকা প্রকাশ করলো কমিশন

নিজস্ব প্রতিবেদন : লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচন। আর এই লক্ষ্যকে সামনে রেখে নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোন রকম আপোস করা হবে না। তাই যে কোন ক্ষেত্রে কোনো রকম অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করতে হবে। পক্ষপাতিত্ব, উদাসীনতায় অথবা ঢিলেমির কোন জায়গা নেই, নবান্নের মুখ্য সচিবের সাথে বৈঠকে এমনটাই জানিয়েছেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক।

এর পাশাপাশি এবার বাংলার ভোট যেহেতু ৮ দফায় হতে চলেছে সেক্ষেত্রে প্রত্যেক দফায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দেওয়া হবে তা নিয়ে একটি তালিকা তৈরি করে ফেলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রথম দফা ভোটের সময় প্রতিটি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি দফার ভোটেই দফার ভিত্তিতে প্রায় ৭০০ থেকে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

প্রতি কোম্পানির কেন্দ্রীয় বাহিনীতে সেনা জওয়ানদের সংখ্যার তারতম্য থাকলেও গড়ে ৭৫ জন করে সেনা জওয়ান থাকেন এক একটি বাহিনীতে। সেক্ষেত্রে প্রতিটি দফাতেই যেভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অনুমান করা হচ্ছে ৫০ হাজারের বেশি, কোথাও আবার ৭০ হাজারের বেশি সেনা জওয়ান থাকবেন নির্বাচন এলাকাগুলিতে।

প্রথম দফা নির্বাচনের ক্ষেত্রে রয়েছে ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। আর এই ভোট গ্রহণের সময় ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রেও রয়েছে ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। আর এই ভোট গ্রহণের সময় ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

তৃতীয় দফা নির্বাচনের ক্ষেত্রে তিন জেলার ৩১ আসনে ভোটগ্রহণ হবে। এই দফায় নির্বাচন কমিশনের তরফ থেকে ৬৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

চতুর্থ দফা নির্বাচনের সময় রাজ্যের ৫ জেলার ৪৪ টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফার ভোট গ্রহণের সময় ৮৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

পঞ্চম দফা নির্বাচনের ক্ষেত্রে ছয় জেলার ৪৫ টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের তরফ থেকে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

ষষ্ঠ দফায় ভোটগ্রহণ হবে রাজ্যের ৪ জেলার ৪৩ টি বিধানসভা কেন্দ্রে। ষষ্ঠ দফার এই নির্বাচনে ৯৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে।

সপ্তম দফা ভোটের সময় ৫ জেলার ৩৬ টি আসনে ভোটগ্রহণ হবে। এই দফার নির্বাচনের সময় ৭৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

[aaroporuntag]
সবার শেষ অর্থাৎ অষ্টম দফা ভোটের সময় ৪ জেলার ৩৫ টি আসনে ভোটগ্রহণ হবে। ভোট গ্রহণের সময় ৭১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।