তারিখ ধরে খুঁজে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের পুরাতন মেসেজ, আসছে নতুন ফিচার

নিজস্ব প্রতিবেদন : বিশ্বে যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তাদের মধ্যে জনপ্রিয় অ্যাপ হল whatsapp। বিশ্বের কথা বাদ দিয়ে কেবলমাত্র ভারতের কথা বললেই বলা যায় কোটি কোটি মানুষ এই অ্যাপের গ্রাহক। ব্যবহারের ক্ষেত্রে সুবিধা এবং স্বাচ্ছন্দ থাকার ফলেই এই অ্যাপের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

অ্যাপের জনপ্রিয়তা যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই রকমই সংস্থার তরফ থেকেও এই অ্যাপকে আরও জনপ্রিয় করে তোলার জন্য নতুন নতুন ফিচার আনা হয়ে থাকে। সেই রকমই এবার এই অ্যাপের তরফ থেকে এমন একটি ফিচার আনা হচ্ছে যা পুরাতন মেসেজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সবচেয়ে সুবিধা যোগাবে।

প্রতিদিন যেভাবে ব্যবহারকারীদের whatsapp অ্যাপে নানান ধরনের মেসেজ আসে তাতে অনেক সময় পুরাতন জরুরী মেসেজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হয়। সেই কথা মাথায় রেখে এবার এমন একটি ফিচার আনা হচ্ছে যাতে তারিখ দিয়ে খুঁজে পাওয়া যাবে পুরাতন মেসেজ।

নতুন এই ফিচার দীর্ঘদিন ধরেই পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গিয়েছে এবং ইতিমধ্যেই তা বেশ কিছু বিটা ভার্সেন ব্যবহারকারীদের অ্যাপে এই সুবিধা দেওয়া হয়েছে। এই সুবিধা খুব তাড়াতাড়ি প্রত্যেক ব্যবহারকারীর জন্য উপলব্ধ হবে বলে জানা যাচ্ছে। তারিখ ধরে কিভাবে পুরাতন মেসেজ খুঁজে পাওয়া যাবে?

তারিখ ধরে পুরাতন মেসেজ খুঁজে পাওয়ার ক্ষেত্রে অ্যাপের মধ্যে সার্চ উইন্ডোতে ক্যালেন্ডার যুক্ত করা হচ্ছে। সেই ক্যালেন্ডারে ক্লিক করার পর বেছে নিতে হবে যে তারিখের মেসেজ আপনি খুঁজে পেতে চান তা। এরপরই সেই তারিখের যতগুলি মেসেজ তা সামনে চলে আসবে। সেখান থেকে আপনাকে আপনার প্রয়োজনীয় মেসেজটি খুঁজে নিতে হবে।