দিন কয়েকের মধ্যেই আগমন ঘটছে শীতের, দিনক্ষণ জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর রাজ্যের বাসিন্দাদের নাজেহাল অবস্থা নিম্নচাপের আগায় পরে। একের পর এক নিম্নচাপের জেরে দিনের পর দিন বৃষ্টি সবদিক দিয়েই ক্ষতি করেছে রাজ্যের বাসিন্দাদের। ফসলের ক্ষতি, অতিবৃষ্টির কারণে ঘরবাড়ির ক্ষতি, এমনকি রাজ্যের বেশকিছু জেলায় প্লাবনের কারণে গৃহহীন অজস্র মানুষ।

এমনকি উৎসবের মরসুমেও টানা নিম্নচাপের কারণে বৃষ্টিতে ভিজছে রাজ্য। এমন পরিস্থিতিতে রাজ্যের বাসিন্দাদের মধ্যে একটি প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিসের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষের দিকেই মিলবে রোদের দেখা। এর পাশাপাশি শীতেরও আগমন ঘটবে।

হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ কাটলেই মিলতে পারে হিমেল ছোঁয়া। অক্টোবর মাসেই শুরু হয়ে যেতে পারে শীত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের বেলায় কমবে তাপমাত্রা। অনুভব করা যাবে শীতের আমেজ।

হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষের দিকেই দুর্যোগ কেটে যাওয়ার পর তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি। হালকা ঠান্ডা বাতাস বইতে পারে বলেও জানানো হয়েছে। আগামী ২২ অক্টোবর শুক্রবার থেকেই এমন হালকা শীতের আমেজ অনুভব করা যেতে পারে বলেই পূর্বাভাস।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার প্রভাবে বুধবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই মোটামুটিভাবে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। আর এই আকাশ পরিষ্কার হতে শুরু করার সঙ্গে সঙ্গেই শুরু হবে শীতের আমেজ।