বোলপুরে এবার টোটো অ্যাম্বুলেন্স, দেখে নিন কিভাবে মিলবে পরিষেবা

বোলপুরে এবার চালু হতে চলেছে টোটো এম্বুলেন্স। টোটো এম্বুলেন্স হল একটি টোটোকে অ্যাম্বুলেন্সের রূপ দেওয়া। বহু জায়গা রয়েছে যে সকল জায়গা অত্যন্ত সংকীর্ণ, যেখানে সাধারণ এম্বুলেন্স প্রবেশ করতে পারেনা, সেই সকল জায়গায় যাতে সহজেই রোগীদের পরিষেবা দেওয়া যায় তার জন্য বোলপুর পৌরসভার এমন অ্যাম্বুলেন্স চালু করতে চলেছে।

একটি সাধারণ এম্বুলেন্সে যা যা সুবিধা থাকে সমস্ত রকম সুবিধা থাকবে ওই টোটো এম্বুলেন্সে। উল্টো রথের দিন থেকেই বোলপুরের বাসিন্দারা এমন টোটো অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন। আর এই সুবিধা পাওয়ার জন্য রোগীর প্রয়োজনদের খরচ করতে হবে ১০০ টাকারও কম। টোটো অ্যাম্বুলেন্সের পরিষেবা শুরু হওয়া এবং নাগরিকরা যাতে সহজে পরিষেবা পান তার জন্য একটি নম্বরের ব্যবস্থাও করবে বোলপুর পৌরসভা।

টোটো এম্বুলেন্স ছাড়াও পৌরসভা চড়তে টোটো শববাহী যানেরও উদ্বোধন করতে চলেছে। অনেকেই রয়েছেন যারা খরচের জন্য অন্যান্য শববাহী যানবাহন বুক করতে পারেন না। তারা কম খরচে এই যান বুক করে নিজেদের পরিজনদের শেষযাত্রা কিছুটা হলেও মসৃণ করতে পারবেন।