আতঙ্কের কোন কারণ নেই! এমনটাই এবারে বলতে শোনা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। আসলে টানা বৃষ্টি আর সেই বৃষ্টির কারণে যেভাবে জেলার বিভিন্ন নদ নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে তাতে বন্যার আতঙ্ক তৈরি হয়েছে চারদিকে। কিন্তু এইভাবে আতঙ্কিত হওয়ার কোন দরকার অথবা কারণ নেই বলেই দাবি করলেন কাজল শেখ।
টানা বৃষ্টির কারণে কোপাই, কুয়ে সহ জেলায় যে সকল নদনদী রয়েছে, প্রত্যেক নদনদীতেই জলস্তর অনেকটাই বাড়তে দেখা যায়। আর প্রত্যেক বছরের মত এই বছরও কোপাই নদীর জল শুক্রবার উপচে ওঠে কঙ্কালিতলা মন্দির চত্বরে। এ যেন বছরের পর বছর ধরে রীতি হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: স্টেশন না থাকলেও ট্রেনের স্টপেজ! অদ্ভুতুড়ে কান্ড বীরভূমে
কঙ্কালীতলা মন্দির চত্বরে কোপাই নদীর জল প্রবেশ করার পর কাজল শেখ সেই এলাকা পরিদর্শন করতে যান। এলাকা পরিদর্শন করার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতঙ্কের কোন কারণ নেই বলে জানিয়েছেন। যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলা করার জন্য জেলা প্রশাসন প্রস্তুত। ইতিমধ্যেই জেলা প্রশাসন টানা কাজ করে চলেছে বলেও তিনি দাবি করেছেন।