ডেউচা পাঁচামি বিরাট বড় স্ক্যাম! যা যা তুলে ধরলেন মহঃ সেলিম

ডেউচা পাঁচামি কয়লা শিল্প অবৈধ কারবার, আর এর বিরুদ্ধেই এবার বোলপুরে মহা মিছিল ও সমাবেশ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম। তিনি মিছিল করার পাশাপাশি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, বালি পাচার কয়লা পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতির মতই ডেউচা পাঁচামি একটি বড় ধরনের দুর্নীতি।

পিসি ভাইপো দুজনে মিলে এই দুর্নীতির মূল কান্ডারী। এই ধরনের দুর্নীতি আগে উত্তর ভারত ইত্যাদি জায়গায় দেখা গেলেও পশ্চিমবঙ্গে ছিল না। এছাড়াও তিনি জানিয়েছেন, এক লক্ষ মানুষের কাজ হওয়ার যে কথা মমতা ব্যানার্জি বলছেন তা সম্পূর্ণ মিথ্যা। এখানেই শেষ নয় এর পাশাপাশি এই দুর্নীতির কাজকে পুরোপুরি এসপি এবং ডি এম কে সামনে রেখে করা হচ্ছে যে কারণে তারাও ছাড় পাবেন না বলেও তিনি দাবি করেছেন। পাশাপাশি বীরভূমের টুলু মন্ডল খুচরো এবং অভিষেক ব্যানার্জি পাইকারি বিজনেস চালানোর জন্যই এই সমস্ত কাজ করা হচ্ছে বলেও দাবি করেছেন।

আরও পড়ুন: বিজেপি ৯, তৃণমূল ০! কেষ্ট-কাজলের গড়ে এবার ক্লিন বোল্ড তৃণমূল, কপালে ভাঁজ শাসকদলের

মহঃ সেলিম দাবি করেছেন, ডেউচা পাচামিতে ব্যাসল্ট পাথর তোলার জন্য যে কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের খনির কোন অভিজ্ঞতাই নেই। বালি পাচার মাফিয়া সব একত্রিত হবে এইসব দুর্নীতির কাজ করা হচ্ছে প্ল্যানিং করে।