‘হোয়্যার ইজ মাই ট্রেন’-এর মত নতুন অ্যাপ ‘হোয়্যার ইজ মাই বাস’, কোথায় মিলবে এমন সুবিধা

ট্রেনে যারা যাতায়াত করেন তাদের অধিকাংশ যাত্রীরাই ‘হোয়্যার ইজ মাই ট্রেন’ সম্পর্কে ওয়াকিবহাল। ঠিক সেই রকমই এবার আসতে চলেছে ‘হোয়্যার ইজ মাই বাস’ অ্যাপ। ট্রেনের মতই এই অ্যাপের মাধ্যমে বাস কোথায় রয়েছে জানা যাবে। ট্রেনের জন্য ব্যবহৃত ওই অ্যাপটির মতোই বাস কোথায় রয়েছে এবং কখন স্টপেজে আসবে তা জানিয়ে দেবে নতুন এই অ্যাপটি।

প্রথমদিকে রাজ্য সরকার যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এমন সুবিধা চালু করার পরিকল্পনা গ্রহণ করলেও পরে একেবারেই নতুন অ্যাপ লঞ্চ করা হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন অ্যাপ লঞ্চ হলে সাধারণ যাত্রীদের অনেকটাই সুবিধা বৃদ্ধি পাবে। তারা ওই অ্যাপের মাধ্যমে তাদের বাস কোথায় রয়েছে তা জানতে পারবেন এবং সেই মতো স্টপেজে পৌঁছে বাস ধরতে পারবেন।

আরও পড়ুন: ৩০ মিনিটে ৩৫০ কিমি পথ! ভারতে আসছে প্রথম হাইপারলুপ ট্রেন

রাজ্য পরিবহন দপ্তর নতুন এই পরিষেবা চালু করার জন্য প্রত্যেক বাস চালকের কাছে স্মার্টফোন থাকা বাধ্যতামূলক করতে চলেছে। যে স্মার্টফোনের মাধ্যমে সমস্ত কিছু ট্র্যাক হবে। তবে শুধু বাস কোথায় রয়েছে তা জানার জন্য নয়, পাশাপাশি রাজ্য পরিবহন দপ্তর বাসের রেষারেষি থেকে শুরু করে গতিবিধি ইত্যাদির উপরেও নজরদারি চালাবে। এর ফলে একদিকে যেমন যাত্রীদের সুবিধা বৃদ্ধি পাবে, ঠিক সেই রকমই আবার যাত্রী সুরক্ষাও বৃদ্ধি পাবে।

প্রথম দিকে এমন পরিষেবা কলকাতা সহ বেশ কিছু শহরের জন্য চালু করা হবে। পরবর্তীতে এই সুবিধা রাজ্যের প্রত্যেক প্রান্তে এসবিএসটিসি এবং এনবিএসটিসি বাসের ক্ষেত্রেও পাওয়া যাবে। তবে এমন পরিষেবা শুরু করার ক্ষেত্রে বাস মালিক সংগঠন জানিয়েছে, তারা নিজেরা খরচ করে স্মার্টফোন কিনতে পারবে না। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে তারা আলোচনা করবে।

এছাড়াও যে সকল বেসরকারি বাস রয়েছে সেই সকল বেসরকারি বাসের চেহেরা বদলাতে বিজ্ঞাপনের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন সংস্থা থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে তা বাসের গায়ে লাগানো হবে। এর ফলে বেসরকারি বাসগুলির রংচটা পরিস্থিতিতে বদল আসবে।