ইমনকেও ছাড়ল না, বেশি করে কলা দিতে বলল ফালতু লোকেরা

Antara Nag

Published on:

Advertisements

সম্প্রতি গায়িকা ইমনের (Iman Chakraborty) সঙ্গে ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। যেটি ঘটেছে গতকালই রিজেন্ট পার্ক এলাকায়। জাতীয় পুরস্কার-প্রাপ্ত এই গায়িকাকে কটূক্তি করে এক ব্যক্তি। এরপর ইমনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে আসে রিজেন্ট পার্ক থানার পুলিশ। অভিযুক্তের নাম রঞ্জন মজুমদার।

Advertisements

বৃহস্পতিবার বেশ অনেকটা রাতে লাইভে আসেন গায়িকা ইমন চক্রবর্তী। সেখানে তিনি বলেন, একটা মেয়ে কী পোশাক পরবে, কেমন ভাবে যাবে, যা ইচ্ছে তাই করতেই পারে, কেন সবসময় বিচার করা হবে মেয়েদেরই।

Advertisements

ইমনের এত রাতে ফেসবুক লাইভে আসার কারণ প্রসঙ্গে তিনি জানান, নীলাঞ্জনের বাড়ির সামনের একটা জায়গায় তাঁরা ব্যাডমিন্টন খেলেন প্রায় প্রতিদিনই। এবং খেলার পর পাশের একটি দোকানে চা খান, এবং তার পাশের একটি দোকান থেকে প্রায়ই ফল কেনেন।

Advertisements

বৃহস্পতিবার এই ফল কেনার সময়তেই দোকানের পাশে বসে থাকা এক ব্যক্তি দোকানদারকে বলতে থাকে ইমনকে শুনিয়ে, ‘এই আপেলের দাম কত করে। ওঁকে একটু আপেল দে বেশি করে, কলা দে বেশি করে।’ খানিকক্ষণ ধরে ব্যাপারটা এড়িয়ে যান ইমন ও তাঁর সঙ্গে থাকা সকলে। তবে লোকটি ক্রমাগত তাকিয়ে ছিল ইমনের দিকে। তাঁরা যখন চায়ের দোকানে চলে আসেন তখনও ‘চোখ দিয়ে মাপতে’ থাকে ওই ব্যক্তি। এরপর কোনওরকমে গাড়িতে ওঠেন ইমন জলদি জলদি। সেইসময় নীলাঞ্জনও ছিল তাঁদের সঙ্গে।

আর এই কারণেই ক্ষেপে জান ইমন। তিনি লাইভে বলেন, কই ও যখন কোনও ছেলে ফল কিনছে তখন তো সেই ব্যক্তি এসব বলছে না। আর এমন সব ফলের নাম বলছে যার অন্য অর্থ হয়।

এর পর ইমন সেই ‘বিকৃতি’ আর সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে ওই লোকটিকে গিয়ে সটান প্রশ্ন করেন, সে কিছু বলতে চায় কিনা? আর এরপর লোকটি কথা ঘোরাতে থাকে। কিন্তু গায়িকার থেকে চোখ সরায় না। তখন ইমন বিরক্ত হয়ে ও রেগে গিয়ে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ জানান। ততক্ষণাৎ পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

Advertisements