ন্যানো তো ন্যানো! আসছে আরও পুঁচকে ইলেকট্রিক গাড়ি, দামেও সস্তা

Antara Nag

Published on:

Advertisements

বর্তমানে কম্প্যাক্ট সাইজের গাড়ি বেশ জনপ্রিয় বাজারে। সে সেডান হোক কিংবা এসইউভি। এবার ইলেকট্রিক গাড়িতেও এই ট্রেন্ড অনুসরণ করতে চলেছে ব্রিটিশ সংস্থা এমজি মোটর। শুধু তাই নয় এই নতুন ইলেকট্রিক গাড়ি (Electric Car) লঞ্চ হবে ভারতেই। সম্প্রতি এই কথা ঘোষণা করেছে খোদ সংস্থা।

Advertisements

১৯৩৪ সালে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাকরবার্টসন বিমান প্রতিযোগিতায় এই কমেট বিমান প্রথম আকাশে দেখা যায়। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক জেট এয়ারলাইন। সেই সময় ব্যাপক সুনাম কুড়িয়েছিল এই বিমান। তারই স্মৃতি উস্কে ব্রিটিশ সংস্থা এমজি মোটরের তরফে আসছে নতুন ইলেকট্রিক গাড়ি। উল্লেখ্য, এই গাড়ি সংস্থার এয়ার ইভি-এর উপর ভিত্তি করে তৈরি হবে বলে জানা গেছে।

Advertisements

এই ইলেকট্রিক গাড়ি এয়ার উলিং এয়ার ইভির উপর ভিত্তি করে তৈরি হবে তাই এতে একাধিক ব্যাটারি বিকল্পের দেখা মিলতে পারে। থাকতে পারে ১৭.৩ kwh ব্যাটারি প্যাক এবং ২৬.৭ kwh ব্যাটারি প্যাক। এর মধ্যে প্রথম ব্যাটারি ২০০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে এবং দ্বিতীয় ব্যাটারির রেঞ্জ ৩০০ কিলোমিটার। দুই ব্যাটারি প্যাকই ৪০ পিএস শক্তি উৎপন্ন করে। এতে ফিচার্স থাকতে পারে টাচস্ক্রিন ডিসপ্লে, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, কানেক্টেড কার প্রযুক্তি এবং অটো এসি। সুরক্ষার জন্য মিলতে পারে একাধিক এয়ারব্যাগ, হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

Advertisements

সম্প্রতি এমজি মোটর (mg comet) তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আপকামিং ইলেকট্রিক গাড়ির কথা জানায়। তারা এও জানায় যে, ভারতে এমজি কমেট সবচেয়ে ছোট হ্যাচব্যাক হতে চলেছে কারণ এটির দৈর্ঘ্য মাত্র ২.৯ মিটার, যেখানে মারুতি সুজুকি অল্টো এর দৈর্ঘ্য রয়েছে ৩.৪ মিটার এবং টাটা ন্যানো-এর ৩ মিটার।

ভারতে এই মুহূর্তে সবচেয়ে কম দামি যাত্রীবাহী ইলেকট্রিক গাড়ি টাটা টিয়াগো ইভি, এটির দাম ৮.৬৯ লাখ টাকা (এক্স-শোরুম)। টাটা টিয়াগো ছাড়াও আরও একটি সস্তা ইলেকট্রিক গাড়ি রয়েছে যা তৈরি করেছে একটি ভারতীয় সংস্থাই, গাড়িটির নাম পিএমভি ইএএস-ই, এটির দাম ৪.৭৯ লাখ টাকা (এক্স-শোরুম)। আর বিভিন্ন মিডিয়া রিপোর্টে নতুন তৈরি এই গাড়ির দাম ৯ লাখ টাকার মধ্যে থাকতে পারে বলে দাবি করা হয়েছে। চলতি বছর শেষের দিকে লঞ্চ হতে পারে ছোট্ট ইলেকট্রিক গাড়িটি। যদিও লঞ্চ ডেট সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।

Advertisements