অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য আদর্শ Motorola Defy 2। যে কোনও ধরনের আবহাওয়ায় এই ফোনে কোনও রকম সমস্যা হবে না। এমনকি জলের তলায় ডুবিয়ে রাখলেও বহাল তবিয়তেই থাকবে ফোনটি। সম্প্রতি, এমনই এক আশ্চর্যজনক ফোন লঞ্চ করেছে মটোরোলা (Motorola)। অন্য যে কোনও ফোনের থেকে আলাদা এই স্মার্টফোন। ডিউরেবিলিটির একাধিক পরীক্ষায় পাশ করার পরেই বাজারে এসেছে এই ফোন।
মোটোরোলা একটি নতুন রাগড স্মার্টফোন লঞ্চ করেছে, যার নাম Motorola Defy 2। এটি Defy ২০২১-এর উত্তরসূরি হিসাবে বাজারে পা রেখেছে। ফোনটিতে রয়েছে ফুল-এইচডি+ ডিসপ্লে, MediaTek Dimensity 930 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর পাশাপাশি, ব্রিটিশ মোবাইল নির্মাতা বুলিট গ্রুপ (Bullitt Group) এবং মোটোরোলা মোবিলিটি (Motorola Mobility) একত্রে Defy Satellite Link নামে একটি ব্লুটুথ ডিভাইস লঞ্চ করেছে৷ আসুন তাহলে মটোরোলা দিফাই ২ (Motorola Defy 2) এবং Defy Satellite Link-এর স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
মোটোরোলা দিফাই ২ হল আইপি৬৮ (IP68) এবং আইপি৬৯কে (IP69K)-প্রত্যয়িত ধুলো, বালি, ময়লা এবং জলরোধী একটি রাগড ফোন। এটি প্রতিকূল পরিবেশ সহ্য করার জন্য MIL-STD810H পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডিভাইসটি ড্রপ হওয়া এবং পড়ে যাওয়া থেকে বাঁচার জন্য ডিজাইন করা হয়েছে। স্মার্টফোনটিতে বুলিটস হাইজিন+ প্রযুক্তিও রয়েছে, যার জন্য এটিকে সাবান এবং জল বা অ্যালকোহল ওয়াইপ দিয়ে পরিষ্কার এবং স্যানিটাইজ করা যেতে পারে।
মোটোরোলা দিফাই ২-এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ওয়াটারড্রপ নচ সহ ৬.৬ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত। এতে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। আর একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে দিফাই ২-এর স্টোরেজ প্রসারিতও করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে Motorola Defy 2-এর একমাত্র ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৫৯৯ ডলার (প্রায় ৪৯,৭০০ টাকা)। এটি ১২ মাসের এসওএস (SOS) সহায়তা প্রদান করে। ডিফাই স্যাটেলাইট লিঙ্কের দাম মাত্র ৯৯ ডলার (প্রায় ৮,২১০ টাকা)। স্মার্টফোনটি উত্তর আমেরিকা, ল্যাটিন আমেরিকা এবং কানাডার নির্বাচিত অপারেটরদের কাছ থেকে এবছরের দ্বিতীয় ত্রৈমাসিক থেকে পাওয়া যাবে। আর ডিফাই স্যাটেলাইট এপ্রিল থেকে কেনা যাবে।
মোটোরোলা ডিফাই স্যাটেলাইট লিঙ্ক হল একটি ব্লুটুথ অ্যাক্সেসরি, যা অফার করে স্যাটেলাইট সংযোগ। ডিভাইসটিতে ফিজিক্যাল এসওএস (SOS) এবং অবস্থান চেক-ইন বাটন সহ একটি সহজ অ্যাটাচমেন্ট লুপ রয়েছে। এটি MIL-Spec 810H পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এতে জল ও ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং রয়েছে। অ্যাক্সেসরিটি উপগ্রহের মাধ্যমে দ্বি-মুখী বার্তা প্রদান করে। প্রেরিত বা প্রাপ্ত যেকোনো বার্তা স্যাটেলাইট মেসেজিং সাবস্ক্রাইবারের প্ল্যান থেকে বিনা খরচে বাদ দেওয়া হবে।