নিজস্ব প্রতিবেদন : বাঙ্গালীদের বলা হয় ভ্রমণপিপাসু। আসলে তারা বছরের বিভিন্ন সময় সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় ঘুরতে চলে যান। বাঙ্গালীদের ঘুরতে যাওয়ার যে সকল জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি জায়গা হল সিকিম (Sikkim)। বছরের বিভিন্ন সময়ে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালিদের ঘুরতে আসতে দেখা যায়।
ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ মানুষ ট্রেনের (Indian Railways) উপর নির্ভরশীল হলেও সিকিম যাওয়ার ক্ষেত্রে তা সম্ভব হয়ে ওঠেনা। এরপর আবার বর্ষার সময় পাহাড়ি ধসের কারণে পর্যটক থেকে শুরু করে ভারতীয় সেনা এবং স্থানীয়দের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়। এই সকল অসুবিধার মধ্যে এবার পর্যটকদের বন্দে ভারতে (Vande Bharat) সিকিম যাওয়ার হাতছানি দিচ্ছে ভারতীয় রেল।
এই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে সেবক রংপো রেললাইন প্রকল্পের মধ্য দিয়ে। সড়ক পথের বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসাবে এই রেললাইন সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই রেল লাইন ধাপে ধাপে গ্যাংটক এবং ভারত চীন সীমান্ত পর্যন্ত চলে যাবে। নাথুলা পর্যন্ত যাওয়া যাবে এই রেল পথ ধরেই।
এই রেল পথটি কেবলমাত্র সাধারণ যাত্রীদের জন্য ব্যবহৃত হবে এমন নয়, এই রেলপথ অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করবে প্রতিরক্ষা ক্ষেত্রে। সব মিলিয়ে এই প্রকল্পের জন্য খরচ করা হচ্ছে ৪০৮৬ কোটি টাকা। ১৪টি টানেল, ২১টি ব্রিজ, পাঁচটি স্টেশন থাকবে এই রেল রুটে এমনই জানা যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য মহানন্দা ওয়াইল্ড লাইফ ও অন্যান্য জঙ্গলের মধ্যে দিয়ে রেললাইন পাতার ছাড়পত্র মিলেছে। এমনকি রেললাইন পাতার কাজ চলছে সেভক, রিয়াং, মেল্লি, রংপোতে।
তবে এসবের সঙ্গে সঙ্গে কৌতুহল তৈরি হচ্ছে কবে বন্দে ভারতে চেপে সিকিম যাওয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে? সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে খুব বেশি সময় লাগবে না। সবকিছু ঠিকঠাক চললে ২০২৪ সাল থেকেই পর্যটক থেকে সাধারণ মানুষ এবং ভারতীয় সেনারা বন্দে ভারতে চেপে সিকিম পৌঁছে যেতে পারবেন।