দিল্লির রাস্তায় হঠাৎ গুড় বাতাসা নিয়ে হাজির অনুপম হাজরা, কারণ অবাক করা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিজেপি নেতা অনুপম হাজরাকে (Anupam Hazra) হামেশাই নানান বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকতে দেখা যায়। এরই মধ্যে মঙ্গলবার দোল পূর্ণিমার দিন অনুপম হাজরাকে দিল্লির রাস্তায় দেখা গেল গুড় বাতাসা নিয়ে হাজির হতে। হঠাৎ গুড় বাতাসা (Gur Batasa) নিয়ে কেন অনুপম হাজরা হাজির হলেন, তাও আবার দিল্লীর (Delhi) রাস্তায় তা নিয়ে কৌতূহলের শেষ নেই।

Advertisements

তবে সেই কৌতূহল অনুপম হাজরা নিজেই কিছুক্ষণের মধ্যে দূর করেন। অনুপম হাজরা জানান, তার জেলার একজন আজ দিল্লি এসেছেন এবং তার খুব পছন্দের খাবার হল গুড় বাতাসা, মুড়ি। তিনি যখনই তার দিল্লি আসার খবর পেয়েছেন তখন থেকেই এই সকল খাবার তৈরি করে রাখছেন। কারণ তার বাড়ি থেকে তিহার জেল মাত্র ১১ কিলোমিটার দূরে আর উনি যদি এই সকল পছন্দের খাবার খেতে চান তাহলে তিনি পৌঁছে দেবেন।

Advertisements

ভোটের সময় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) গুড় বাতাসা খাওয়ানোর নিদান দিতে দেখা গিয়েছিল। তারপর থেকেই এই গুড় বাতাসা রাজনৈতিক প্রাঙ্গণে চরম ট্রেন্ডিং পায়। আর এবার যখন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয় সেই সময় তারই নিদানকে নিয়ে কটাক্ষ করলেন অনুপম হাজরা। আর সেই কটাক্ষ করার জন্যই দিল্লির রাস্তায় গুড় বাতাসা নিয়ে হাজির অনুপম হাজরা।

Advertisements

এর পাশাপাশি অনুপম হাজরা অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে যে জেলে অথবা যে পুলিশের তত্ত্বাবধানে ছিলেন অনুব্রত মণ্ডল সেখানে তিনি জেলের কি মায়া তা বুঝতে পারেননি। কারণ এখানকার জেল অনুব্রত মণ্ডলের জন্য ফাইভ স্টার হোটেলের মতোই। তাকে জামাই আদর করে রাখা হতো। প্রতিদিন পছন্দমত খাবার সহ সমস্ত আবদার পূরণ করা হতো।

অনুপম হাজরা দাবি করেছেন, তিহার জেলে এসে অনুব্রত মণ্ডল বুঝতে পারবেন জেল কাকে বলে। কারণ এখানে যিনি জেলার হিসেবে রয়েছেন তিনি জানেন কোন কয়েদিকে কি ওষুধ দিয়ে কিভাবে রাখতে হয়। পশ্চিমবঙ্গের জেলে ৬ মাসে অনুব্রত মণ্ডলের ২৪ কিলো ওজন কমেছে আর তিহার জেলে থাকলে তার সিক্স প্যাক হয়ে যাবে।

Advertisements